"জীবনের কাছা-কাছি.....মরণের মৌ গন্ধ"
ইচ্ছে করে ফসিল খুলে
হ্রদয় ধরে মুঠোই পুরে,
ঠক প্রিথিবী চুলায় দিয়ে
ফিরে যায় তোমার কাছে,
মোর ,অমর প্রিয়তম।
অন্ধ আলোর বদ্ধ শিয়াল
হাউ-মাউ করে খুবলে খাচেছ ,
খেয়ে যাক-
আমার মস্তক,কোমল বাসর,মোম গলা রাত...
কোন দুঃখ নেই,
মোর,অমর প্রিয়তম।
কুকুর-শকুনে, ইঁদুর-বাঁদরে
খেয়ে যাক-
মাংশের ঢিবি,নষ্ট শরীর, স্বপ্ন আমার ...
কোন দুঃখ নেই,
কাউ-মাউ করে খুবলে খাক-
মোর, অমর প্রিয়তম।
ইচেছ করে ফসিল খুলে
হ্রদয় ধরে মুঠোয় পুরে ,
ঠক প্রিথিবী চুলায় দিয়ে
ফিরে যাব তোমারে পাশে,
মোর,অমর প্রিতম।
রাতুল চরণ বরণে নয়-
অক্ষত এক হ্রদয় নিয়ে
জমাদেব তোর জুতার নিচে।
হে মোর, অমর প্রিয়তম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।