লিখতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। নতুন নতুন "গল্প" লিখতে বেশী ভালো লাগে। ।
দিক বিদিক হারিয়ে দিশাহীন পথে ছুটে চলা ক্লান্ত পথিক আমি।
নিজেকে নিজের কাছে আজ বড় অসহায় অসহায় লাগে! যা পেয়েছি তাঁর থেকে অধিক বিসর্জন দিয়েছি।
হারিয়ে ফেলেছি আমি আমার আমিকে। সেই দুরন্ত ছুটে চলা, হাস্যজ্জোল চেহারার তরুন ছেলাটা এখন আমি নয়!
সবার মাঝে হাঁসি লুকিয়ে নিজেকে কঠিন থেকে কঠিন তর করেছি। তবু আবেগি মনটা কষ্ট কে চাপা দিয়ে রাখতে পারেনি।
একাকীত্বের মাঝে দু' চোখের অশ্রু ধরে রাখতে পারিনি।
চিৎকার দিয়ে কাঁদতে চেয়েছি! তবু উচ্চস্বরে কাঁদতে পারিনি।
ওদেরকে আমি দেখাতে চাইনি! জানাতে চাইনি! দরজার ওপাশে ছেলেটা ঠিকই অশ্রু ঝরিয়েছে। ঠিক কতদিন এভাবে কেঁদেছে, মনে নেই। ভুলেই গেছে।
রাত জেগে জেগে চোখের নিচে কালি জমাট বেঁধেছে।
কষ্ট সহ্য করতে করতে ভেতরটা পাথর হয়ে গেছে। এখন চাইলেও
সহজে চোখে জল আসেনা।
এটাও পুরনো কথা!
কতটুকু কষ্ট সহ্য করলে মানুষ তাঁর নিজের গণ্ডি থেকে বেরিয়ে মহামানুষে রুপান্তরিত হতে পারে?
আমি তো তাঁর থেকে বেশী কষ্ট সহ্য করেছি।
কখনো কাউকে এই দুঃখের ভাগ বহন করতে দেইনি।
ছোট বেলা থেকে বাবার আদর পাইনি!
মায়ের ভালোবাসা একটু আধটু পেয়েছিলাম বলে মনে হয়।
সেই কবে তাদের ভালোবাসার স্পর্শ অনুভব করেছিলাম,
আমি ভুলেই গেছি! মনে নেই কোন সুখের স্মৃতি।
একটু খানি সুখের উপর হাজারটা দুঃখ ভর করলে সেই সুখের অস্তিত্ব খুজে পাওয়া যায়না। চিরতরে হারিয়ে যায়!
বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে সব সুখ পাখি গুলো।
সন্ধ্যার আড্ডাতেও আজকাল সুখ নেই। চার দেয়ালের মাঝে বন্দী জীবনেও সুখ নেই! কি বোর্ডের বোতাম গুলো চেপে চেপেও কোন সুখ পাইনা! মনের অনুভুতি গুলো প্রকাশের মাঝেও কোন সুখ নেই!
একটু খানি সুখ চাই।
শান্তি চাই! কত রাত ঘুমুতে পারিনা!
একটু শান্তির নিদ্রা চাই। আমি আবার স্বপ্ন দেখতে চাই।
সেই মধুর স্বপ্ন গুলো আমি আবার চোখের পাতায় আনতে চাই।
স্বপ্ন রাজ্যে হারিয়ে যেতে চাই। ভালোবাসাহীন পৃথিবী থেকে মুক্ত হতে চাই! আমি মরতে চাইনা, আমি বাঁচতে চাই!
আমি আমার সুখ পাখিকে মনের খাঁচায় বন্দী করতে চাই।
আমি উড়াল পঙ্খির মত ডানা ঝাপটে উড়তে চাইনা!
ময়ূরের মত পেখম তুলে নাচতে চাইনা!
বিকেলের সোনা রৌদ্রে হিমেল বাতাসে কাশবনের মত দুলতে চাইনা!
শিশির ভেজা ঘাসের ডগায় ফড়িঙের মত বসতে চাইনা!
রঙ ধনুর সাত রঙ হয়ে দূর আকাশের বুকে ভাসতে চাইনা!
বসন্তের কোকিলের মত কুহু কুহু সুরে গান গাইতে চাইনা!
আমি বারেবার দিন শেষে সূর্যের মত ডুবতে চাইনা!
আমি তোমার ফেলে যাওয়া ভালোবাসা আবার নতুন করে ফেরত চাইনা!
সন্ধ্যা তাঁরার মত মিটি মিটি জ্বলতেও চাইনা আমি!
বুকে লেগে থাকা আগুন নেভাতে চাই। নতুন করে স্বপ্ন সাজানোর কোন ইচ্ছাই আমার নেই।
চলমান জীবন থেকে অবসর চাই! স্মৃতি ঘেরা অতীতে আর ফিরতে চাইনা।
আমি আবার আমার মুখের হাঁসিটাকে ফেরত চাই! কষ্টের বিনিময়ে সুখ কিনতে চাই।
আর পারছিনা এই কষ্ট বয়ে বেড়াতে।
অস্থির মনটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। ক্লান্ত শ্রান্ত শরীরটা একটু বিশ্রাম চাই!
ঘোলাটে অন্ধকারে হারিয়ে যায়। দূর থেকে আলোর দিশারীরা ইশারা দিয়ে ডাকছে।
খেয়ালিরা গ্রাস করেছে আমায়। আলোক বর্ষ আমি ছুতে পারিনা।
আধারে অপ্সরীদের মায়া কান্না শুনতে পাচ্ছি। মাথার ভেতর ক্রমাগত ঘুরপাক খাচ্ছে।
অনুভূতিহীন মানুষ আমি। নিজের বিবেক নিজেকেই কুড়ে কুড়ে খাচ্ছে। কিছুই চাইনা আমি, শুধু একটু সুখ চাই!
চাই সমৃদ্ধির ছোঁয়া।
একটু ঘুমাবো আমি।
অনেক দিন ধরে ক্লান্ত! হাঁপিয়ে উঠেছি। আর পারছিনা একটু ঘুম চাই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।