ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
আমারি মনের মাঝে
তোমারি বীনা বাঁজে
ফিরে এস প্রিয়া
শান্ত কর হিয়া।
নিজে কেন সরে থাক
মোরে কেন দূরে রাখ
তর আর সয় না
মনে সুখ রয় না।
আর কত দুখ দেবে
আর কত দুখ নেবে
ফিরে এসো এসো গো
ভাল মোরে বাস গো।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।