আমাদের কথা খুঁজে নিন

   

বাসনা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বাসনা আহা! আমি হতাম যদি- নীল আকাশে ডানা মেলে, উড়তে থাকা একটি পাখী; তুমি কী আর অমন করে, পাতার ভিড়ে শান্ত নীড়ে, থাকতে বসে রোজ একাকী? সাধ যে তোমার ঘর বাঁধার, স্বপ্ন আমার শুধুই ওড়ার; খোলা আকাশ যদি ডাকে, মনটা কী আর ঘরে থাকে? চলোনা আজ উড়বো দুজন, থাকনা পরে এই সবুজ বন; নীড় হারানোর ভয়তো নেই, ক্লান্ত ডানায় ফিরবো তবেই। মানব মনের স্বপ্নগুলো- মেলবে ডানা পাখীর মতো পায়না খুঁজে সেই আকাশ; ভরষা মনে সঙ্গী পেলে, উড়বো সেদিন দুজন মিলে, থাকুক মনে এই বিশ্বাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।