আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দরের রিসার্চ ২ - ফিলিপিনস মাইগ্রেশন!!

Speak no evil, hear no evil, see no evil. এর আগে আমি আমেরিকার ভিসা/গ্রীন কার্ডের ব্যাপারে লিখেছিলাম। অনেকেই আজকাল বিদেশে যেয়ে থেকে যেতে চান। তাদের প্রধান লক্ষ্য থাকে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া। কিন্তু এ ছাড়াও যে পৃথিবীর অনেক সুন্দর সুন্দর দেশ আছে যেখানে নিয়ম কানন অনেক সোজা এবং জীবন যাপন খরচ অনেক কম তা আমরা জানিনা। তাই আজ আমি ফিলিপিনস এ মাইগ্রেশন সম্বন্ধে লিখছি।

ফিলিপিনস এর খরচ অনেক কম। মাসে ১০০০ ডলার দিয়ে ম্যানিলার বাইরে বেশ ভালো থাকা যায়। তাছাড়া সাগর পারে বাংলো ভাড়া করে শান্ত সুন্দর পরিবেশে থাকতে কে না চায়? যা হোক, অনেক ঘেটে ঘুটে দেখলাম, ফিলিপিনস এ SRRV (Special Resident Retiree's Visa) বলে এক ধরনের ভিসা দেয়া হয়। এ ভিসা পেলে সারাজীবন নিজ ও স্ত্রী, ২১ বৎসরের নীচের সন্তান ফিলিপিনস এ থাকতে পারবেন, কাজের পারমিট পেতে পারবেন ও ব্যবসা করতে পারবেন। কি ভাবে করবেন? এ ব্যাপারে নীচর সাইট দেখুন: http://www.pra.gov.ph/main/srrv_program?page=1 আমার মতে SRRV SMILE টাই ভালো কারন ওখানে ব্যাংকে টাকা জমা দিতে হবে ২০,০০০ ডলার যা আপনারই থাকবে।

নীচের দুটো সাইট এ এ সম্ব্ন্ধে অনেক তথ্য আছে Click This Link http://www.philippines-expats.com/ কাছের দেশ, কাছাকাছি কালচার, অনেক কম ঝামেলা। পাশ্চাত্যের চেয়ে অনেক ই ভালো। আমেরিকান, কানাডিয়ান অনেকেই এখন ফিলিপিনস এ আসছেন। আমার কলেজের এক বন্ধু ফিলিপিনো বিয়েও করেছে! দেখতে পারেন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.