আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দরের রিসার্চ - ৫, মালয়েশিয়া মাইগ্রেশন!

Speak no evil, hear no evil, see no evil. আজ মালয়েশিয়া নিয়ে লিখবো। প্রথমেই বলে রাখি মালয়েশিয়ায় সিটিজেনশীপ পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার যদি না আপনি ওখানকার নাগরিক কে বিয়ে করেন এবং ওদের ভাষায় দক্ষ না হন। সুতরাং কারো সিটজেনশীপ পাইয়ে দেবার অফারে পা দেবেন না। মালয়েশিয়ায় আপনি অনেক ভাবে বসবাস করতে পারেন। তার মধ্যে প্রধান ৩ উপায় সম্বন্ধে লিখছি।

১। ওয়ার্ক পারমিট বা চাকরী নিয়ে যাওয়া। মনে রাখবেন মালয়েশিয়ায় চাকরী করার পূর্ব শর্ত হচ্ছে ওয়ার্ক পারমিট। আপনি ওখানে কোনো চাকরী জোগাড় করতে পারলে চাকরি দাতারই দায়িত্ব ওয়ার্ক পারমিট জোগার করে দেয়া। আপনার চাকরী কনফার্ম হবার পর আপনার চাকরীদাতা মালয়েশিয়া ইমিগ্রেশন অথরিটিতে নির্দিষ্ট ফর্মে এবং নির্দিষ্ট ফী দিয়ে আপনার ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করবেন।

আপনি ২ বৎসর এর জন্য ওয়ার্ক পারমিট পেলে ওখানে কাজ করতে পারবেন। এটা আবার ২ বৎসর পর পর নবায়ন করতে হয়। ওয়ার্ক পারমিট পাওয়া অনেক ই কঠিন। কারন প্রথমে আপনাকে চাকরী যোগার করতে হবে এমন একটা কোম্পানীতে যারা কোনো মালয়েশিয়ানকে না নিয়ে আপনাকে নিতে আগ্রহী হবে। তারপর আপনার হয়ে ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করার ঝক্কি নেবে।

তাছাড়া নতুন নিয়ম অনুযায়ী বিদেশী কাউকে চাকরী দিতে হলে নুন্যতম ৫,০০০ রিংগিত (প্রায় ১,২৫,০০০ টাকা) বেতন দিতে হবে না হলে সরকার ওয়ার্ক পারমিট দেবে না। এসব ব্যাপারে অনেক কোম্পানী বিদেশীদের নিতে আগ্রহ হারিয়ে ফেলে। ২। মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (MM2H)। যাদের অনেক টাকা পয়সা আছে এবং যারা সাধারনত মালয়েশিয়ায় অবসর নিতে চান তাদের জন্য এই MM2H ভিসা।

আপননি আবেদন করলে আপনি, স্ত্রী,২১ বৎসরের নীচে সন্তান, ৬০ বৎসরের ওপর বাবা, মা এবং একজন গৃহকর্মী ১০ বৎসরের জন্য এ ভিসা পাবেন। ১০ বৎসর পরে এটা আবার নবায়ন করতে হবে একটা ফী এর বিনিময়ে। যে যাই বলুক মনে রাখবেন এ ভিসায় আপনি কিন্তু PR (Permanent Residence) পাবেন না। আপনি যদি ৫০ বৎসরের নীচে হন তবে: ক। আপনার ব্যাংকে তিন মাসের স্টেটমেন্ট অনুযায়ী ৫০০,০০০ রিংগিত (প্রায় দেড় কোটি টাকা) দেখাতে হবে।

এর পরবর্তে আপনি শেয়ার/ ফিক্সড ডিপোসিট ইত্যাদি দেখাতে পারেন। জমি বা ঘরবাড়ীর মাধ্যমে এটা দেখানো গ্রহনযোগ্য নয়। খ। আপনার ব্যাংকে তিন মাসের স্টেটমেন্ট অনুযায়ী প্রতি মাসে নুন্যতম আয় ১০,০০০ রিংগিত (প্রায় ২৫০,০০০ টাকা) দেখাতে হবে। এটা হতে পারে পেনশন, বাড়ী ভাড়া বা অন্য কোনো আয় থেকে প্রাপ্ত।

গ। আপনার আবেদন গৃহীত হলে মালয়েশিয়ান ব্যাংকে এক বৎসরের জন্য ৩০০,০০০ রিংগিত (প্রায় ৭৫,০০,০০০ টাকা) জমা রাখতে হবে যার অর্ধেক আপনি ১ বৎসর পরে উঠাতে পারবেন। বাকী টাকা যতদিন পর্যন্ত আপনি MM2H ভিসা রাখবেন ততদিন ওদের ব্যাংকে রাখতে হবে। আপনি ৫০ বৎসরের নীচে হলে কোনো কাজ করার অনুমুতি পাবেন না। তবে ব্যবসা করতে পারবেন।

আপনি যদি ৫০ বৎসরের উপরে হন তবে: ক। আপনার ব্যাংকে তিন মাসের স্টেটমেন্ট অনুযায়ী ৩৫০,০০০ রিংগিত (প্রায় নব্বই লক্ষ টাকা) দেখাতে হবে। এর পরবর্তে আপনি শেয়ার/ ফিক্সড ডিপোসিট ইত্যাদি দেখাতে পারেন। জমি বা ঘরবাড়ীর মাধ্যমে এটা দেখানো গ্রহনযোগ্য নয়। খ।

আপনার ব্যাংকে তিন মাসের স্টেটমেন্ট অনুযায়ী প্রতি মাসে নুন্যতম আয় ১০,০০০ রিংগিত (প্রায় ২৫০,০০০ টাকা) দেখাতে হবে। এটা হতে পারে পেনশন, বাড়ী ভাড়া বা অন্য কোনো আয় থেকে প্রাপ্ত। গ। আপনার আবেদন গৃহীত হলে মালয়েশিয়ান ব্যাংকে এক বৎসরের জন্য ১৫০,০০০ রিংগিত (প্রায় ৩৭ লক্ষ টাকা) জমা রাখতে হবে যার ৫০,০০০ রিংগিত আপনি ১ বৎসর পরে উঠাতে পারবেন। বাকী টাকা যতদিন পর্যন্ত আপনি MM2H ভিসা রাখবেন ততদিন ওদের ব্যাংকে রাখতে হবে।

অবশ্য ৫০ বৎসরের উপরের আবেদন কারীর জন্য প্রতি মাসে নুন্যতম আয় ১০,০০০ রিংগিত দেখালে এ টাকা জমা না দিলেও চলবে। আপনি ৫০ বৎসরের উপরে হলে সপ্তাহে ২০ ঘন্টা কাজ করার অনুমুতি পাবেন ও ব্যবসা করতে পারবেন। কাজ করার এ অনুমুতি পাওয়াও আবার বেশ ঝামেলার ব্যা। পার ৩। বিজনেস ভিসা।

মালয়েশিয়া থাকার সম্ভবত সবচে সহজ পদ্ধতি এটা। আপনি যদি মালয়েশিয়ায় একটা নতুন বিজনেস রেজিস্ট্রেশন করেন এবং ওখানে ব্যবসা পরিচালনা করেন তবে ২ বৎসরের জন্য আপনি, স্ত্রী, ২১ বৎসরের নীচের সন্তান এ ভিসা পাবেন। প্রতি ২ বৎসর পর পর এটা নবায়ন করতে হবে। ৫ বৎসরের পরে PR (Permanent Residence) এর জন্য আবেদন করতে পারবেন। এ ভিসার জন্য আপনাকে ১ মিলিয়ান রিংগিত (প্রায় আড়াই কোটি টাকা) পেইড আপ ক্যাপিটাল দেখিয়ে একটা বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে যার পরিচালক বা Director হবেন আপনি।

বিজনেস রেজিস্ট্রেশন এর জন্য ১ মিলিয়ান রিংগিত থাকার দরকার নেই। ওখানকার ল'ইয়ার রাই আপনার কাগজ পত্র বানিয়ে দেবে। একটা বিজনেসে বিদেশী ১০ জন পরিচালক বা Director থাকতে পারেন। মালয়েশিয়ান কোনো পার্টনার নেয়া জরূরী নয় তবে একজন মালয়েশিয়ান পার্টনার থাকলে অনেক কম খরচে ঝুট ঝামেলহীন ভাবে ভিসা পাবেন। সমস্ত বিজনেস সেটআপে মোট খরচ হবে প্রায় ৭ লাখ টাকার মতো।

আপনার পাশাপাশি যদি আপনার ভাই বা কাউকে পরিচালক বা Director রতে চান তবে প্রতি জনের জন্য অতিরিক্ত ৩ লাখ টাকার মতো খরচ হবে। বিজনেস সেটআপ হয়ে গেলে আপনি ভিসার জন্য আবেদন করবেন। মনে রাখবেন আপনাকে সফল ভাবে ব্যবসা চালাতে হবে নইলে শুধু ভিসা নিয়ে বসে থাকলে এটা বাতিল হয়ে যেতে পারে। সব কাগজ পত্র তৈরী, অনুমুতি নেয়া ইত্যাদি কাজ করতে ১ মাসের মতো সময় লাগতে পারে। এ ব্যাপারে আপনারা http://www.qadkam.com/company.htm এবং http://www.qadkam.com/permits.htm দেখতে পারেন।

৪। আরেকটা উপায় আছে! আপনার সন্তান কে ওখানে পড়াশুনা করতে পাঠান স্কুল, কলেজ বা ইউনিভারসিটিতে। বাব মা হিসেবে পুরো পড়াশুনোর সময় আপনি মালয়েশিয়া থাকার ভিসা পাবেন। তবে কোনো কাজ বা ব্যবসা করতে পারবেন না! লেগে যান আজ থেকে!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.