কাল পুরো দিনটাই খুব বাজে কাটল। সকালে ঘুম থেকে দেরি করে উঠার কারনে প্রথম ক্লাস
টা মিস হয়ে গেল। ঘুম ঘুম চোখে সবগুলু ক্লাস করলাম। দুপুরে খাবার পর মনে করলাম ঘুমাব।
কিন্তু কারেন্ট চলে গেল।
আর ঘুমালাম না। অধীর আগ্রহে কলকাতার খেলার জন্য অপেক্ষা
করলাম। কিন্তু আজও সাকিবকে নিলো না। পরের ম্যাচে তামিমকেও নিলো না।
একরাশ বিরক্তি নিয়ে সিটি আর আর্সেনালের খেলা দেখা শুরু করলাম।
সিটি যথারীতি হারলো
আর শিরোপার স্বপ্নও শেষ হয়ে গেলো। বোনাস হিসেবে ইডিয়ট বালতেল্লি লাল কার্ড দেখল।
রাত দুইটার দিকে রুমে পুলিশ আসলো। কেন আসলো তা জানিনা। তারপর মাদ্রিদের খেলা
দেখা শুরু করলাম।
মাদ্রিদও আজ হতাশ করলো ড্র করে। ১০ পয়েন্ট এর লিড ৪ পয়েন্ট এ
আসলো। রুমে এসে অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসলো না। সম্ভবত ১ ঘণ্টার
পর ঘুম আসলো। কিন্তু শেষ রাতের একটি সুন্দর স্বপ্ন সারা দিনের অতৃপ্তি আর বিরক্তি
অনেকটাই মুছে দিলো।
"মাঝে মাঝে তবু দেখা পাই,
চিরদিন কেন পাই না"? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।