আমাদের কথা খুঁজে নিন

   

মধুর জনপদ

মধুর জনপদ - যাযাবর জীবন গভীর রাত ষ্টেশনে একটা রেলগাড়ি থামে জুবুথুবু কিছু নতুন মানুষ নামে নতুন আশা বুকে নিয়ে শহুরে জীবনের......... ভোর সকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল সারি সারি নতুন মুখ পিপীলিকার মত ঢুকছে শহরে চর চরান্তর থেকে নতুন আশা বুকে নিয়ে শহুরে জীবনের............ ছোট্ট রাজধানী শহর নিতে পারে না এত সব নতুন মানুষের ভর ফুলে ফেঁপে বড় হচ্ছে আয়তনে যেন জোর করে ভরা গ্যাসের বেলুন হয়ে ফুলে কোন সময় যে ফেটে যাবে কে তা জানে? তবু প্রতিদিন নতুন নতুন মানুষ ঢোকে পিপীলিকার সারি হয়ে আশা আকাঙ্ক্ষায় বুকে বেঁধে না জানি কি আছে এই মধুর শহরে!! হায় নতুন মানুষ শুধু জানে না তারা প্রতিদিন মধু খেয়ে যাচ্ছে কত লোভী পিঁপড়ে শহরকে করে ছিবড়ে হারিয়ে যাবে একদিন এই মধুর জনপদ কোটি মানুষের পদদলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।