নতুন বছরের নতুন সূর্য উঠছে
সেই সূর্যের আলোকে নিজেকে আলোকিত করতেও পারো
আবার জ্বলে পুড়ে ছাইও হতে পারো।
কোনটা তোমার ভালো লাগে বেছে নাও।
আসছে নতুন সময় সেই সময়ের সদব্যবহারে হতে পারো ইতিহাস কিংবদন্তী
আবার অপব্যবহারে হতে পারো দুনিয়ার ইতিহাসের নিকৃষ্টতম মানব
যেটা তোমার ভালো লাগে বেছে নাও।
আসছে নতুন বছরের নতুন রাত
সেই রাতে চুরিও করতে পারো
ইবাদতও করতে পারো
তুমি কোনটা পছন্দ করবে সে সিদ্ধান্ত
একন্তই তোমার।
আসছে সম্ভাবনা আর আশংকার দিনরাত্রী
আসছে নতুন টিন্তা করার সময়
তুমি আমাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে
সেটাও তোমার ব্যাপার।
যেটা তোমার ভালো লাগে সেটাই করো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।