আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ায় তথ্যকেন্দ্র নির্মাণ করছে গুগল

এশিয়ায় স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে এশিয়ায় তথ্যপ্রবাহের মাত্রা দিন দিন বাড়ছে। এ বর্ধিত চাহিদা মেটাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এশিয়া মহাদেশে তাদের ব্যবসায় সমপ্রসারণ করেছে। এশিয়ায় প্রযুক্তি সেবা বৃদ্ধির অংশ হিসেবে ৩০ কোটি ডলার ব্যয়ে তাইওয়ানে নতুন একটি তথ্যকেন্দ্র নির্মাণ করছে শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুগল ইনকরপোরেটেড। নতুন তথ্যকেন্দ্র নির্মাণ হলে এশিয়া মহাদেশটিতে গুগলের তথ্যকেন্দ্রের সংখ্যা তিনে উন্নীত হবে। বর্তমানে বিভিন্ন দেশে তথ্যপ্রবাহের ওপর কড়াকড়ি সত্ত্বেও এশিয়ায় ব্যবসায় ও সেবা সমপ্রসারণের লৰ্যে গুগল নতুন এ উদ্যোগ নিয়েছে। ২০১৩ সালের মাঝামাঝি উদ্বোধন হবে এ তথ্যকেন্দ্রটি। শুরম্নতে এ কেন্দ্রটিতে কাজ করবেন ২৫ জন স্থায়ী কর্মী। হংকং ও সিঙ্গাপুরে গুগলের দু’টি তথ্যকেন্দ্র এখনো নির্মাণাধীন। এ জন্য৭০ কোটি ডলার ব্যয় করছে গুগল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.