আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ায় কোটিপতির সংখ্যা ১৬ লাখ বাড়বে'

২০১৫ সালের মধ্যে এশিয়ায় কোটিপতি হবে আরো ১৬ লাখ মানুষ। আর এক্ষেত্রে ভারতের কোটিপতির সংখ্যা হবে দ্বিগুণ। বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতির দেশ চীন ও ভারতে কোটিপতির সংখ্যা বাড়তে থাকায় এশিয়ার মোট কোটিপতির সংখ্যাও দ্রুত বাড়বে বলে জানা গেছে। সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান জুলিয়াস বায়ের বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করলো।

তারা জানায়, ২০১৫ সালে ব্যক্তি পর্যায়ে উচ্চ সম্পদশালীদের (এইচএনআইএস) সম্পদের পরিমাণ প্রায় তিনগুণ বেড়ে ১৫.৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে। বিনিয়োগযোগ্য ১০ লাখ বা তার বেশি পরিমাণ মার্কিন ডলার মূল্যের সম্পদের অধিকারীদেরকে এইচএনআইএস বলা হয়। ২০১৫ সালের মধ্যে ভারতে এইচএনআইএস'র সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে ৪ লাখ তিন হাজার জনে দাঁড়াবে। আর সম্পদের পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে ইন্দোনেশিয়ায় অবস্থান হবে সবার ওপরে। প্রতিবেদনে বলা হয়, এশিয়ার মোট কোটিপতিদের মধ্যে প্রায় অর্ধেকই হবে চীনের।

আর এদের মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে ৮.৮ ট্রিলিয়ন ডলারে। প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনে ৫ লাখ ২ হাজার এইচএনআইএস রয়েছেন যাদের মোট সম্পদের পরিমাণ ২.৬ ট্রিলিয়ন ডলার। ২০১১ ও ২০১২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির ৪০ শতাংশ চীন ও ভারত একত্রে পূরণ করবে বলেও ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.