কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ মাত্র ক'দিন আগে এক ব্লগার এই ব্লগে "এমেরিকা গিয়ে বাঙ্গালিীরা কি কাজ করে?" এই শিরোনামে একটি লেখা পোষ্ট করেছিলেন। তার জবাবেই এই পোষ্টের উদ্দেশ্য।
মানুষ মাত্রই চায় উন্নত, সুখী সুন্দর,স্বাধীন জীবন যাপন। কিন্তু ধনী বা হতদরিদ্র কারও পক্ষ্যেই স্বাধীন থাকা সম্ভব নয় বাংলাদেশে। তাই ধনীরা দেশ ছাড়ে, অনেকে পারে না কিন্তু চেষ্টা করে।
দরিদ্রদের ভাবনায় এমেরিকা নেই আছে শুধু খাবার আর শোবার চিন্তা। বাংলাদেশে বৈধ বা অবৈধ পয়সায় ধনীর সংখ্যা আমার মনে হয় অনেকের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। কিন্তু তারা সেখানে সুখী নয়, নিরাপদও নয়। তাই হাসিনার ছেলে মেয়েরা এমেরকিা বা কানাডা থাকে। এটা একটা উদাহরণ।
খোঁজ নিলে দেখা যাবে ভিআইপি বা সিআইপিদের খুঁটি বা ঘাঁটি আছে উন্নত কোন না কোন দেশে।
এমেরিকা, কানাডা, অষ্ট্টেলিয়া বা ইউরোপে এসে বাঙ্গালীরা সাধারনত ভালো কোন কাজ করে না। করে অডজব মানে নোংরা কাজ। ডাক্তার ইঞ্জিনিয়াররা এসব দেশে এসে টেক্সী চালায়। রেষ্টুরেন্ট, বারে, সুপার মার্কেটে বা পেট্রোল পাম্পে কাজ করে।
ফ্রান্স বা জার্মানীতে ফেরী করে ফুল বিক্রী করে বাঙ্গালীরা। ইতালীতে যা যা করে লিখতে আমার লজ্জা হচ্ছে! সাধারনের কথা আর কি বলবো!!তবুও মানূষ এসব দেশে অনেক শান্তিতে আছে। শব্দদূষণ নেই, বায়ুদূষণ নেই। ঘুষ, দূর্ণীতির আখড়া নেই। হুমকি ধামকি নেই।
নেই অসহনীয় জানজট, বানজট, ফাইলজট, ফেরীডুবি/নৌকাডুবি, পুলিশের চাঁদাবাজী। অশিক্ষা, কুশিক্ষা, এসিড নিক্ষেপ, মেয়েদের বিরক্তকরা, ক্ষমতার দাপট, বাহাদূরী। আর কতো বলবো!!?? এক বোতল বিদেশি মদ বা বিয়ার রাখলে মামলা হবে! দ্বিমত পোষন করলে হামলা হবে! নিরীহ ফকির বাউলদের চুল দাঁড়ী কেটে দেবে একদল হিংস্র জানোয়ার! এসবের পরেও গলা ফাঁটিয়ে গাইতে হবে " আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি!" শূধূ নিজের দেশ বলে!?
এমেরিকার কথা বাদ দিলাম। জরিপে প্রমাণ হয়েছে বসবাসের জন্য পৃথিবীর সেরা পাঁচটি শহরের চারটিই কানাডাতে। একটি অষ্ট্টেলিয়াতে।
ইউরোপের দেশগুলোও পিছিয়ে নেই। ১,২,৩,৪ বা ৫ নম্বর দেশে থাকার সুযোগ থাকলে কেনো মানুষ ১৪০টি দেশের মধ্যে ১৩৯নম্বর দেশটিতে থাকবে? নিজের দেশ বলে!
স্বাধীনতার জন্য মানুষ সবকিছু করতে পারে, ছাড়তেও পারে কারণ জীবন একটাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেনো তা হয় সুখী, শান্তিময় জীবনের জন্যেই। মানুষ বুদ্ধিমান প্রাণী আর বুদ্ধিমান প্রাণী মাত্রই জীবনটা পুরোপুরি উপভোগ করে বা করতে চায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।