আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় তোমার

তোমার পৃথিবী অন্যরকম যেথায় তোমার বাস চেনা পৃথিবীর অন্যপাশেতে কর তুমি বসবাস আমার পৃথিবী শুধু যে তুমি, আমার মনেতে আশ একবারের তরে তোমারে দেখিব মনে জাগে অভিলাষ। আমার পৃথিবী অন্যরকম শুধুই তোমারে চিনি তোমার তরেই পথ চেয়ে থাকি,একেলা প্রহর গুনি তোমার পৃথিবীতে হাজার মানুষ হাজার রঙ এর খেলা তবু একবার দেখা দিয়ে যেও, ফুরিয়ে গেলে বেলা। তোমার পথে অনেক কাঁটা জানি আমি তার সব তবুও মনের রেডিওটা ঘুরিয়ে চলেছে, টিউনিং এর সব নব শেষ দিনও যদি আসতে না পার থাকবে না মনে দুঃখ কবরের পাশে বেলিফুল গেঁথে রেখে যেও এক গুচ্ছ। পুড়েছিলেম যত তোমার বিরহে একটু একটু প্রতিদিনে তোমার লাগি তার'চে ছিল ঢের বেশি প্রেম মনে অন্যভুবনে পাড়ি দেয়ার কালে কিছু কথা লিখে গেলেম শিউলি না ফুটুক কবরে জানি, ঢাকবে আমায় হেম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।