আমি শেষ বিকেলের রঙ্গে , নিজেকে সাজাতে গিয়ে , সময়ের ভুলে , রাতের আঁধারে হারিয়েছি নিজেকে যদি তোমার আকাশে / কখনো বৃষ্টি নামে /যদি তোমার শাড়ির আচলে / বেদনারা খেলা করে / যদি শুকিয়ে যায় / তোমার খোঁপার ফুল / যদি অন্ধকারে ঘরে একা / দিন কাটে নির্ঘুমে / যদি নিজেকে অচেনা মনে হয় / যদি কালের স্রোতে হারিয়ে যেতে ইচ্ছে করে / যদি জোছনায় ভাসতে না পারো / যদি রংধনু ভালো না লাগে / যদি পাখির বাসায় বিষাদ ভর করে / যদি ছাইচাপা আগুন টা , তোমাকে অন্ধ করে দেয় / যদি শেষ বিকেলের রক্তিম আভায় / নিজেকে ভাসাতে না পারো / শুধু বলবো তোমায় / একটি কথা / এসো ফিরে / আমার তরে / অপেক্ষায় আছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।