কত সুন্দর এই পৃথিবী
গোধূলির শেষ আলোটুকু মিলিয়ে যাচ্ছে
প্রকৃতির বুক থেকে
চারিদিক কেমন নিশ্চুপ নিস্তব্ধতায় ঘেরা
শূণ্য ফসলের মাঠ-
থেকে থেকে পাখিদের নীড়ে ফেরার আয়োজন
কখনো ডানা ঝাপটানোর শব্দ,
হঠাৎ দূর থেকে ভেসে আসা করুন আর্তনাদ
সেও মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার বাতাসে।
চোখের সামনে খোলা ছিল যত আলোর দূয়ার
সেসব আঁধারে মিলাচ্ছে একটু একটু করে।
চারিদিকে এই ঘোর অন্ধাকার প্রতিক্ষণে যেন
গ্রাস করেছে আমাকে।
তবু এই আঁধারে পথ চলার এত ব্যস্ততা আমার
সে কি শুধু তোমার জন্য?
জানিনা সে কি আর আসবে
বাসবে কি ভালো আমাকে কোন দিন!
তবুও প্রতিটি রাতের প্রদীপ হাতে প্রতীক্ষা আমার
সে শুধু তোমার জন্য।
প্রতিটি ভোরের নতুন সূর্যের অপেক্ষা আমার
শুধু তোমাকে ঘিরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।