আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় আছি

অপেক্ষায় আছি, মাকড়শার জালবোনা জানালার ফ্রেমে আমার নিঃসঙ্গ মুখটি বন্দী করে; দু হাতে আঁকড়ে ধরে জানালার গ্রিল । -যেন দূর থেকে তোমাকে দেখতে পারি । অপেক্ষায় আছি, অবিশ্রান্ত দুলতে থাকা দেয়াল ঘড়ির পেন্ডুলামে তাকিয়ে থেকে ; সম্মোহিতের মত, দু চোখে পলক না ফেলে । -যেন তুমি এসে না দেখ আমি ঘুমিয়ে পড়েছি । অপেক্ষায় আছি, গা এলিয়ে দেওয়া রকিং চেয়ারের বিরামহীন অস্থিরতায় ; চুন খসে পড়া দেয়ালে একমনে তাকিয়ে থেকে ।

-যেন তুমি এসে বুঝতে পারো তোমায় নিয়ে আমার কত দুশ্চিন্তা । অপেক্ষায় আছি, চৈত্রের দুপুরের ভ্যাঁপসা গরমে কপালে জমে ওঠা ঘাম মেঝেয় আছড়ে ফেলে ; অগ্রাহ্য করে বাতাসের বিলাসিতা । -যেন তুমি এসে দেখ তোমাকে ছাড়া কত কষ্টে আছি আমি । অপেক্ষায় আছি, শ্রাবণে ভেসে যাওয়া কোন এক বৃষ্টির দিনে তোয়ালে হাতে দাড়িয়ে বারান্দায় ; বাজ পড়ার শব্দে কেঁপে কেঁপে উঠে উৎকণ্ঠায় । -যেন এসেই তুমি শুকাতে পারো ভিজে যাওয়া চুল ।

অপেক্ষায় আছি, শৈত্য প্রবাহে বিছানার উষ্ণতা ছেড়ে দরজায় দাড়িয়ে কাঁপতে থেকে ; শীতের কাপড়ে শরীর না ঢেকে । -যেন তুমি বুঝতে পারো তোমার উষ্ণতা আমার কতখানি দরকার । অপেক্ষায় আছি, ব্যাস্ত সময়ের ব্যাস্ততায় উৎসাহী না হয়ে অলস বসে থেকে একা ; ঘরের সেই কোনে , যেখান থেকে রাস্তার অনেকখানি দেখা যায় । -যেন এলে তোমাকে বলতে পারি, 'তোমায় ছাড়া জীবন আমার থেমে আছে' । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।