হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে
বিরহে কি এমনি সময় কাটে
নুপুর ধ্বনি শুনতে না পাই
তুমি যে আজ আর আসোনা
আমার হৃদয় ঘাটে।
শিশির ভেজা ঘাসে কদম ফেলে
এসো প্রিয়া কাক ডাকা সেই ভোরে
কোমল হাতের পরশ বুলাও আমার ভাঙ্গাদোরে
আমি তোমার অপেক্ষাতে সন্ধ্যে প্রদীপ জ্বেলে।
সময়টা যে দীর্ঘ মনে হয়
জানিনা এই অন্ধ প্রহর কাটবে আবার কবে
কবে আবার নতুন করে সাজবে বধুবেশে
জড়াবে ঐ আঁচল দিয়ে সূদীর্ঘ সময়।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।