অপেক্ষায় - যাযাবর জীবন অন্ধকারের রাত বড্ড প্রলম্বিত মনে হয় ক্ষরণ জাগায় হৃদয়ে, রক্ত ঝরায় কিছু মনে প্রতীক্ষার অবাঞ্ছিত প্রহর দীর্ঘায়িত হয়ে রয় বড্ড ধীরে কাটছে আজকাল অপেক্ষার সময় টিক টিক টিক টিক বয়ে যাওয়া সময় ঘড়ির কাঁটা থামে না এক মুহূর্ত যেন খসে পড়ে না একবারও প্রতিদিন বেড়ে ওঠা টিক টিক করা ঐ টিকটিকির ল্যাজের মত মূল্যবান জীবন খসে পড়ে প্রতিদিন নানা কৌশলে ওত পেতে থাকা মৃত্যুফাঁদে অপলক চেয়ে দেখি নিশ্চুপ আমি দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা অশরীরী ছায়া যেন প্রতীক্ষায় তাকিয়ে থাকে আমারই চোখদুটি তবুও করে না দয়া অরুচি যমের কেন এত বেশি শুধু আমাতেই? আর কতকাল দীর্ঘায়িত প্রহর গোনা টিক টিক করে অতলে তলিয়ে যাই ভাবলেশহীন এক গভীর অন্ধকারে..................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।