বরাবরের মতই প্রতারক এবং পলাতকগণ দূরে থাকুন আজকের দিনটা আমার দরকার ছিল, ভীষণ রকম করে দরকার ছিল, নইলে আমার বিশ্ববিদ্যালয় জীবনের বিশাল একটা অংশ অপূর্ণ থেকে যেত। এই রকম ঝড়ো হাওয়া, আসলে শুধু ঝড়ো হাওয়া না, উথাল পাথাল হাওয়া, ভাসিয়ে নেয়া, উড়িয়ে নেয়া বাতাস। বিদ্যূত না থাকায় ক্লাসের বালাই নেই। সবাই রেলিং এ ঠেস দিয়ে দেখছিল, মেঘ দেখছিল, কাগজ ছিটানো দেখছিল, প্লেন উড়ানো দেখছিল, সবাই সবার ছেলেমানুষি দেখছিল !! আর কি চিৎকার !!!!!!!!!!! পুরো একতলা থেকে চারতলা । মনে হচ্ছিল কন্সার্ট চলছে.... কে যে কার গলা শুনছে।
ছাত্র শিক্ষক সব এক কাতারে................ তারপরও মনে হচ্ছে পুরোটা প্রকাশ করতে পারিনি।
এবার আসি আমার এক কিলোর কথায় !! আজ এক পশলা বৃষ্টি হবার পর এক কিলোর যে চেহারা দেখলাম, বহুদিন এমনটা দেখিনা। সবুজ মানে সতেজতা কিন্তু সতেজতাও যে এই পরিমান সতেজ হতে পারে......... এটা আসলে বলে বোঝানো সম্ভব না, দুচোখ ভরে দেখেছি তাও মন ভরেনি। আমি আবার দেখতে চাই, বারবার দেখতে চাই........
অনেক বড় স্ট্যাটাস দিয়ে ফেললাম, উপায় ছিলো না। প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না
(ফেইসবুক স্ট্যাটাস ০৫ এপ্রিল ২০১২ )
***********************************************
পহেলা বৈশাখের দিন এক কিলো দিয়ে যখন ক্যাম্পাসে ঢুকছিলাম, হঠাৎ চোখ পড়ল স্কুলের আগেই বামদিকের লেকটাতে, পুরো লেকজুড়ে কচুরীপানা ভর্তি আর সবগুলোতে সাদা বেগুনী ফুল !! একটুও পানি দেখা যাচ্ছিল না ঐ জায়গাটুকুতে।
শুধু সাদা আর বেগুনী । আজ দুই দিন হয়ে গেলো এখনও চোখে ভাসছে সেই সৌন্দর্য্য। সাথে ছিল আমার প্রাণের বন্ধুরা । আর বর্ণিল ক্যাম্পাস, মেলা, মোরগ লড়াই, সাপের খেলা, বাঁদর নাচ, পুতুল নাচের কথা না হয় বাদই দিলাম। জানিনা এর পর আর কক্ষনো এত আনন্দে, রঙে, বন্ধুদের সাথে আর কোন পহেলা বৈশাখ পাব কিনা !! চেটে পুটে খাবার মত পুরোটাই নিয়ে যেতে চাই .................
(ফেইসবুক স্ট্যাটাস ১৬ এপ্রিল ২০১২ )
************************************************
বিশ্বের দীর্ঘতম পথচিত্র এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) তে
মাস্টার্সের থিসিস সেমিস্টার চলছে, ক্যাম্পাসে যাই খুব কম।
আর যতটুকু সময় থাকি মোটামুটি লুকিয়ে চুরিয়ে থাকার চেষ্টা করি, কেন যেন মনে হয় এখানে আমার সময় খুব কমে আসছে। তবে এই শেষবেলায় এসেও যে এতবড় চমক পাব ভাবতেই পারিনি। ব্যাক্তিগত ভাবে বললে আমি এই ক'দিনের মহাযজ্ঞে একটা চকখড়িও হাতে নেই নি, হাতে নেই নি একটা ব্রাশও। এটা আমার ব্যর্থতা!! কিন্তু তাতে কী?? এই বিশাল কর্মযজ্ঞে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহনকারী প্রত্যেক ব্যাক্তি এতোই মহৎ যে তারা এই ইতিহাসের সাক্ষী করলেন সকলকে!! অংশীদার করলেন এই বিশ্ববিদ্যালয়ের সব্বাইকে, প্রতিটি ইট, কাঠ, পাথরকে, সেই সাথে বাঙ্গালীর রেকর্ড ভেঙ্গে সেটা আবার বাঙ্গালীর কাছেই থাকল। পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করা এই পথচিত্রে যারা শুরু থেকে দিন রাত অমানুষিক পরিশ্রম করলেন তাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা।
যেই উদ্দেশ্যে আমাদের এই পরিশ্রম, যেই দাবীতে আমার ভাই বোনগুলো নিজ হাতে রাস্তা পরিষ্কার করে তাতে পরম মমতায় আঁকল বাংলার ইতিহাস সেই দাবী ব্যর্থ হবার কোন উপায় নাই।
দাবী শুধু একটাই
রাজাকারের ফাঁসি চাই।
তুমি কে আমি কে ??
বাঙ্গালী !! বাঙ্গালী !!
(ফেইসবুক স্ট্যাটাস ১২ মার্চ ২০১৩)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।