হয় মানিয়ে নাও, নতুবা ধ্বংস হয়ে যাও- আমি মানিয়েও নিতে চাইনা, ধ্বংসও হতে চাইনা । আমি চাই আমার মত থাকতে । । ক্যাম্পাস নাম শুনলেই আসে মনে একটা ভয়,
হোকনা সেটা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় ।
শত নেতার বুলিতে ভাই হরেক রকম নীতি,
রাজনীতির নামে চলে কুখ্যাত-কুনীতি ।
কলম ছেড়ে হাতে ধরে রামদা, হকিস্টিক,
এই রাজনীতিকে দিই আমরা ধিক শত-ধিক ।
দলে দলে করে শুধু ধাওয়া পাল্টা ধাওয়া,
আরও হয় এরই মাঝে উত্তম-মাধ্যম খাওয়া ।
নানা কর্মসূচি দেয় তারা দিনে দশবার,
ক্লাস পরীক্ষা হয়না তাই ভোগান্তি সবার ।
অবৈধ অস্ত্রের মহড়া দেয় ছাত্রনেতারা,
গুলিবিদ্ধ হয় শুধু আবুবকর, মহিউদ্দিনেরা ।
গাঁজা, হিরোইন, ফেনসিডিল অ্যাভাইলেবল হেয়ার,
ধ্বংসের দিকে যাচ্ছে জাতি কেউ করেনা কেয়ার ।
চর দখলের মত তারা করে হল দখল,
তারাই করে আধিপত্য যারা যত সবল ।
সাবাশ! তোমরা ছাত্রনেতারা করেছ কাজের কাজ!!
শিক্ষক হয় তালাবদ্ধ, নেই তোমাদের লাজ ?
ছিঃ ছিঃ লজ্জা করেনা, এই তোমাদের নীতি ?
শেখনি তোমরা ঊনসত্তর, বায়ান্ন থেকে একটুকুও রাজনীতি ?
আজ আমরা শপথ করি হাতে রেখে হাত,
মনুষ্যত্বে দূর করবো আমাবস্যা রাত ।
চাইনা আমার কাম্পাসে অরাজকতা ও সন্ত্রাস,
ক্যাম্পাস হোক মেধাবীদের শান্তির বসবাস । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।