আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল বুকের ভেতর অতল দিঘী সবুজ বৃক্ষে সহিষ্ণুতা তোমায় দেবো হৃদয়-নদী সেই সাহসে ছুটলো যে পা--- জল থৈ থৈ সেই দিঘীতে ফুঁটলো যে শালুক-পদ্ম সবুজ সবুজ ছায়ার মাঝে অরণ্য লেখে জীবন-গদ্য । শান্ত-স্থির সেই জলেতে ডুবে যায় কতো তরী প্রবল আলোড়নের মাঝে শূণ্য হাতেই দেয় যে পাড়ি । সম্পর্কের ষোলো আনায় ঘুণ ধরেছে বিশ্বাসে তবু আমি বৃষ্টি হই কচি কচি দূর্বাঘাসে । তোমায়-আমায় বিরাট ফারাক তাও আমি ছুটেই আসি দিঘীর মতো শান্ত হয়ে কখনোবা বাণভাসি । হায়রে জল , হায়রে ঢেউ সব হারানো অপয়া মেয়ে তোমার কাছে মেঘ চেয়েছি ভাসাবে ওগো আমার নেয়ে ? এন্টিগোনিশ , কানাডা ১৩ অক্টোবর , ২০১১ ইং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।