আমাদের কথা খুঁজে নিন

   

নীলাঞ্জনা

নিজেকে কবি বলে পরিচয় দিতে ভাল লাগে। ভালবাসি দেশকে।

হৃদয় ছুয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী পরা হে নীলাঞ্জনা, শীর্ষেন্দুর নভেলের নায়িকার মতো সিক্ত এলো চুলে বাতাসে ছড়াও সুরভি মদিরতার, প্রসাধনহীন তোমার প্রশান্ত শ্যামল অবয়ব যেন প্রচ্ছদ কোন কবিতার। শিশিরের শব্দের মতো মৃদ্যু, অথচ দৃঢ় তোমার পথ চলায়, হয় অচঞ্চল হৃদয়ের স্পন্দন। চৈত্রের দাবদাহে বিশুষ্ক পত্রের মাঝে তুমি বৈশাখের সুশীতল বারিধারা হয়ে এসো নীলাঞ্জনা, ভালবাসার অজস্র নীল গোলাপে তোমার স্বপ্নময় জগত হোক পুষ্পিত নীলাঞ্জনা, হে বন্ধু আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।