আমাদের কথা খুঁজে নিন

   

নীলাঞ্জনা

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনযোগ কম পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপর একরাশ কাল কাল ধোয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজেনা মনবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবি তা তার কথা কেউ বলেনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায় থাকত ভরে কিছু বখাটে ছোড়ায় হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময়ে সময়ে। তখন উদাস মন ভোলে মনরঞ্জন দাম দিয়ে যণ্ত্রণা কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দুচোখ মেলে........।।।। হাজার কবিতা বেকার সবি তা তার কথা কেউ বলেনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।