কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ বাঙ্গালী লেখা পড়া করে পয়সা কামানোর জন্যে। কিছু শেখে না। কথাটা নিষ্ঠূর হলেও সত্য। ছোট বেলায় পড়েছি," সদা সত্য কথা বলিবে" বড়ো হয়ে দেখি মিথ্যার প্রশান্ত মহাসাগরের মাঝে আমি একটি ছোট্ট দোয়েল! ছোট্ট বেলায় পড়েছি, "আলস্য দোষের আকড়!" বড়ো হয়ে দেখি আলস্য ছাড়া বাঙ্গালীর চলেনা!" একটু বড়ো হয়ে পড়েছি," সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" বড়ো হয়ে দেখি, মানুষের উপরে আরেকজন আছে! যাকে ধরা যায় না, ছোঁয়াও যায় না, তবুও আছে!! আরও পড়েছি, "উগ্র ভাব ভালো নয়!" "উর্ধ্ব মুখে পথ চলিও না!" বড়ো হয়ে দেখি, উর্ধ্ব মুখে উগ্র হয়ে পথ না চললে সে বাঙ্গালী হলো নাকি!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।