নীল আকাশের জোছনা তলে আমায় একমুঠো সুখ দিও , সে সুখে আমি কষ্ট ভুলব , বাঙ্গালীর কষ্ট ; যে কষ্ট আমার অন্তর- ক্ষুরে ক্ষুরে ছিন্ন ভিন্ন করে রক্তাক্ত করে করনারি ; আমি কষ্ট ভুলব সহায়হীন সেই দুঃখী বাঙ্গালী । মেঘনা মোহনা পাড়ের বালিয়ারি , পাথুরে আশ্রয়,আর- ভেসে যাওয়া কছুরিপানার স্বপ্নীল চিঠী , তুমি আমায় ভুলিয়ে দাও - অস্থিশীল নিশ্চল বাংলার কান্না , দিনমজুরের ক্ষুদার্থ যন্ত্রনা , আর ক্ষমতালোভী পাচাশের হাসি ! নদীর জলে জোনাকি জ্বলা বিকেল , আমায় একমুঠো সুখ দিও , সুখ দিও , নির্মল কোমল প্রকৃতি ; আমায় ভালবাসা দিও , সেই ভালবাসায় আমি সৃঙ্খল খুঁজব, জেগে উঠব সাধারন আমি; চির মুক্তাকামী বাঙ্গালী । আমি বাংলা প্রেমী অঙ্কুরিত আগামী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।