আমাদের কথা খুঁজে নিন

   

-বাঙ্গালী-

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম বসুমতির কাছে চেয়েছি একটি ভূমি পৃথিবী আমাদের দিয়েছে একটি মাতৃভূমি নাম তার “বাংলাদেশ” সত্ত্বা আমাদের বাংলাদেশী, আমরা বাঙ্গালী পেয়েছি লাল-সবুজের পতাকা আরও পেয়েছি একটি নাম “স্বাধীনতা” ভাষা পেয়েছি “বাংলা” , পেয়েছি মোরা মা’কে তাই মা “বাংলা” তোমাকে হৃদয়ের প্রনাম হাজারো সালাম, হাজারো সালাম রক্ত দিয়ে অর্জন করেছি বাংলা মা’কে এ কারো দান নয় এ এক বীরের অর্জন, বীরের আত্মত্যাগের উপহার বাঙ্গালী তাই বীরের জাতি পৃথিবীর বুকে পেয়েছি বিশ্বকবি, পেয়েছি বিদ্রোহী কবি আর তাঁদের অবিনশ্বর কবিতা “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” আর “চল,চল,চল ঊর্ধ্ব গগনে বাঁজে মাদল” আজ পূর্ণ মোরা, ধন্য মোরা শহীদের তরে যাদের জন্যে বাঙ্গালী মোরা গর্বিত পৃথিবীর পরে বাংলা আজ একটি সত্ত্বা মানব ইতিহাসের একটি অবিচ্ছেদ্দ অংশ বাংলা’কে তাই এত ভালবাসি বাংলা মা’কে ভালবেসে আমি ধন্য মনে-প্রানে আমি বাঙ্গালীর জন্য ....... (১-৫-২০০৭)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.