শ্রাবণের আকাশ
মেঘের রাখাল মেঘ তাড়িয়ে বেড়ায়
উত্তর পশ্চিম কোনে জমতে থাকে মেঘ
কোনঠাসা হয়ে পড়া মেঘ ঘামতে থাকে
অঝরে ঘামতে থাকে তাড়া খাওয়া মেঘ।
মেঘের ঘামে স্নান করে প্রকৃতি
ভিঁজে উঠে তেতে থাকা জমি
জলের পরশে নরম হয়
প্রকৃতি তার বীজ রেখে দেয় জমির হৃদয়ে।
সভ্যতা বেড়ে উঠে মানুষের সমাজে
সমাজ শীতল হয় সভ্যতার ছায়ায়
বাঙ্গালীর সভ্যতা মহীরূহ হয় পৃথিবীর আলোয়।
১১-০৫-২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।