ভালবাস সবাই ভালবাসাকে সময়ের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দী-প্রাচীন নাটোরের রাজবাড়ী ও দিঘাপতিয়ার জমিদারবাড়ী । কবির কল্পনায় নাটোর অমর হয়ে আছে কাব্যে। প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য্যমন্ডিত বরেন্দ্র ভূমি সংলগ্ন নাটোর জেলা। ২৪.২৬ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৮৯.৯ ডিগ্রী দ্রাঘিমাংশে নারদ নদের উভয় তীরে এ জেলা শহর অবস্থিত। এ জেলার আয়তন ১,৯০২.৯১ বর্গকিলোমিটার ও মোট জনসংখ্যা ১৬,৭৮,৬৫৯ জন; তম্মধ্যে ৮,৫৬,১১৬ জন পুরুষ এবং ৮,২২,৫৪৩ জন মহিলা।
এ জেলা গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু এলাকায় অবস্থিত। উষ্ণ ও আর্দ্র জলবায়ু হলেও এ জেলা বাংলাদেশের চরমভাবাপন্ন এলাকাগুলোর মধ্যে অন্যতম। এ জেলার লালপুরে গ্রীষ্মকালে মাঝে মাঝে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রী সেন্টিগ্রেড রেকর্ড হয়ে থাকে। লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থান। নাটোর জেলা পোর্টালটি ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি সময় উপযোগী পদক্ষেপ।
জেলার সতের লক্ষাধিক মানুষের সেবা প্রদানের প্রত্যয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমণ্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ও নির্দেশনায় নাটোর জেলা প্রশাসন এ পোর্টালটি খোলার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট সকলের শ্রম ও মেধার মিলনে আগামীতে এ পোর্টালটি আরো সমৃদ্ধ হবে-এ প্রত্যাশা রইল। নাটোর জেলা পোর্টালটির মাধ্যমে এ জেলার সকল তথ্য, উল্লেখযোগ্য স্থান, ভৌগলিক অবস্থান, জেলা পরিচিতি, গণ্যমান্য ব্যক্তিদের তথ্য দেশ ও বিদেশে অবস্থানকারীগণ সহজে জানতে পারবেন। গুতা দিয়ে দেখুন না কি হয়>>>>>>>>>>>> ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।