আমাদের কথা খুঁজে নিন

   

নাটোর হাসপাতালের ওয়ার্ডের বিছানায় রোগীর লাশ !

ভালবাস সবাই ভালবাসাকে নাটোর সদর হাসপাতালে মজিবর রহমান (৫৫) নামে বুধবার রাত ১০টার দিকে এক রোগীর মৃত্যুর পর তার লাশ ২০ ঘন্টা ওয়ার্ডের বিছানায় পড়ে থাকলেও কেউ মৃতদেহ নিতে আসেনি। পুলিশকে জানানো হলেও দীর্ঘ সময় ধরে ওয়ার্ডের বিছানায় মৃতদেহটি পড়ে থাকায় অন্য রোগীদের মধ্যে আতংক দেখা দেয়। তবে হাসপাতাল কতৃপক্ষ জানান চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে রোগীটি মারা যান। কিন্তু রোগীর কোন স্বজন না আশায় লাশটি হাসপাতালেই রাখা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায় , বুধবার রাত ৮টার দিকে পেটের যন্ত্রনায় কাতর অজ্ঞাত ওই রোগীকে এক রিক্সা চালক এনে হাসপাতালে ভর্তি করে।

এসময় রোগী তার নাম মজিবর রহমান এবং তার বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জ বলে জানায়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় সে মারা যায়। কিন্তু তার কোন পুর্ন ঠিকানা না থাকায় তার স্বজনদের জানানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় তার মৃতদেহ কেউ নিতে আসেনি। ফলে পুলিশকে জানানো হয়।

কিন্তু সন্ধ্যা সাড়ে ছ�টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মজিবরের মৃতদেহ হাসপাতালেই পড়ে থাকে। ওই ওয়ার্ডের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা জানায়, বুধবার রাতেই রোগীটি মারা গেলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৃতদেহটি ওয়ার্ডেই রাখা ছিল। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গণি সাংবাদিকদের জানান,রোগী মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মৃত ব্যাক্তির পুর্ন ঠিকানা না থাকায় বেওয়ারিশ লাশ হিসেবে ওয়ার্ড থেকে সরিয়ে হাসপাতাল চত্বরে রাখা হয়েছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,হাসপাতাল থেকে বিষয়টি জানার পর হাসপাতালের রেজিষ্টারের ঠিকানা অনুযায়ী তারবার্তা পাঠানো হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.