আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক ভার্সিটিতে Half Hons Certificate এর নিয়ম চালু করলে কেমন হত????

এই ব্লগে পড়ার মত কিছু নেই, শূন্য ব্লগ পড়ে আছে তাই মাঝে মাঝে ফেসবুকের ২/১টা স্ট্যাটাস এখানে দিই পাবলিক ভার্সিটিতে half honours certificate ব্যবস্থা রাখা উচিত,তাহলে আর চার বছর ৩মাস ভার্সিটিতে পড়েও শুধু ইন্টার পাস থাকতাম না। ভার্সিটিতে ভর্তি হয়ছি আজ চার বছর তিন মাস। এই চার বছরে আমা্দের ক্লাসের সবার সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়েছে মাত্র। তাও সেকেন্ড ইয়ারের improve এর রেজাল্ট এখনো পাইনি। আর ফোর্থ ইয়ার কবে কমপ্লিট হবে বা আদৌ হবে কিনা তা নিয়েই ভাবছি।

কয়দিন পর পর একটা একটা খুন আর ক্যাম্পাস বন্ধ আর ক্যম্পাস খুললেও টিচারদের অবহেলা, দায়িত্ববোধের অভাব আমাদের শুধু পেছনেই ঠেলে দিচ্ছে। আমার বাপের টাকা আছে আমাকে চালানোর মত, যাদের বাবার সামর্থ নেই,যাদের ফ্যামিলি তার দিকে তাকিয়ে আছে তাদের কি অবস্থা তাই ভাবি। মাঝে মাঝে নিজেকে আর স্টুডেন্ট মনে হয়না। কোন কিছু করার নেই। চরম হতাশা পেয়ে বসে।

পড়ালেখা ছেড়ে দিতে ইচ্ছা হয় কিন্তু সাড়ে চার বছর পড়েও ইন্টার পাস থেকে যাব সেটা ভাবলে আর ছাড়তে পারিনা। আর ছেড়েই বা কি করব,তাওতো এভাবে বসে থাকা?কেউতো ইন্টার পাসকে চাকরী দিবেনা। তাই বলছি half hons সার্টিফিকেট চালু করলে অন্তত নিজেকে Half hons পাস বলতে পারতাম,সে অনুযায়ী একটা জবও যোগাড় করে নিতাম,এখন এই ইন্টার পাসরে জব দিব কে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.