শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর। এত্তো কাছে থেকেও এত্তো দূরে? এই স্বেচ্ছা নির্বাসনে না আসলে তো এদ্দিনে একবার হলেও কথা হ'ত। সারাক্ষণ কেন মনে পড়ে তোমাকে? যখনই জেগে থাকি বুকের মধ্যখানেরএকটু বাঁয়ে চিন চিন করে কেন অব্যক্ত সব কথা? কদ্দিন বল্লাম আসতে অজুহাতের পর অজুহাত দেখিয়ে দূরে সরে রইলে তুমি। শুধুমাত্র একটিবার দেখার জন্যে কত হেঁটে হে্ঁটে আধ ঘন্টার পথ ন' ঘন্টায় পাড়ি দিয়ে যখন তোমার দোড় গোড়ায়, ঘর কন্নায় ব্যাস্ত তখন তুমি। আরো আধ ঘন্টা বসিয়ে রেখে আসলে তারপর তোমাকে দেখতেই সমস্ত রাগগুলো কোথায় যেন পালিয়ে গেল বৈঠকখানাটি আপনিতে হ'ল তাপানুকুল। আচ্ছা তুমিই বল এই দ্রুত-খাদ্য-মুঠোফোন অন্তর্জাল আর স্কাইইপের সময়ে কোন পাগল এত কষ্ট করে প্রিয় মুখটিকে দেখবার জন্যে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।