কয়েক দিনেই ব্লগ দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছি। একদল লোক সারাক্ষণ আল্লা খোদা, জামাত ও মতি রাজাকার নিয়ে ব্লগ ভরে তুলছেন। আল্লা খোদা নিয়ে থাকতে চান। ভাল কথা। সে জন্য আল্লার কাছে যান, চান, নামাজ রোজা, দোয়া দরুদ করন।
তা ব্লগে মরতে আসা কেন? আবার একদল রাজাকারযোদ্ধা সারাক্ষণ ব্লগ দখলে মত্ত। ওরা ভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের আগে ব্লগ দখল করা চাই। মগবাজারের পেশাজীবী ব্লগাররা, বাক্য লিখে ইতিহাস উল্টানো যায় না। বাংলাদেশে গোলামের বংশধর গোলামদের ক্ষমতায় যাবার সম্ভাবনা নেই। কিছু বাহিনী সাহিনী সব সময়ইতো আপনাদের ছিলো।
পাক আমলেও। কিন্তু লাভ হয় নাই, বদনামই হয়েছে। ব্লগ দখল করে কি করতে চান? সব সময়ই যদি গোবলসীয় কৌশল খাটতো, তা হলেত আপনারা অনেক আগেই ক্ষমতার স্বাদ পেতেন। কিন্তু সে গুড়েও বালি। বাংলাদেশে আপনাদের কোন রাজনৈতিক ভবিষ্যৎ আমি দেখিনা।
আল্লাকে চাইলে, আল্লা আর ধর্মকে রাজনীতির হাটে বিকি কিনি না করে, এ নিয়ে খুন খারাবি না ঘটিয়ে আল্লার সাধনায় মন দিন। এতেই আপনাদের উপর আল্লার শান্তি নাজেল হবে। দেখলেন তো আপনাদের মতি সাহেব, তাহের সাহেব, সাজাহান সাহেব, পারোয়ার দুর্ণীতির সাথে যুক্ত ছিলেন। কেন অযথা এদের পেছনে লড়ে নিজের জীবন নষ্ট করবেন, পরকাল খোয়াবেন। সিদ্ধান্ত নেবার এখনই সময়।
সাহস নিয়ে নতুন জীবনের কথা ভাবুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।