আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ে নিন নতুন চ্যাট এপ্লিকেশন এবং ফোন কলের খরচ বাঁচান!!!

আমি অতি সাধারন কিন্তু আসাধারন কাজ করতে ভালবাসি প্রযুক্তির সাথে যারা দির্ঘদিন আছেন তারা অবশ্যই মেসেন্জার/চ্যাট সম্পর্কে জানেন। আজ আপনাদের এমন একটি মেসেন্জারের সাথে পরিচয় করিয়ে দিব যা আগে হয়ত দেখেন নি অনেকেই। কারণ এটা বাংলাদেশ বা আমাদের আসেপাশের দেশে ব্যবহৃত হয়না বললেই চলে। এটা মুলত আফ্রিকা এবং ইউরোপের একটি জনপ্রিয় চ্যাট এপ্লিকেশন। আফ্রিকান এমন কোন মাল্টিমিডিয়া মোবাইল ইউজার নেই যার ফোনে এই এপ্লিকেশন বিল্ট ইন নেই।

মুলত তারা এটাকেই তাত্‍ক্ষনিক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যাবহার করে। অনেকেই দেখেছেন কিছু হলিউড মুভিতে ব্ল্যাকবেরি ইনস্টেন্ট মেসেন্জারের পাশাপাশি আরেকটি চ্যাট এপ্লিকেশন তারা ব্যাবহার করে। এটাই সেই এপ্লিকেশন। নাম “WhatsApp” আমরা প্রধানত যেইসব মোবাইল চ্যাট এপ্লিকেশন ব্যাবহার করি সেগুলোতে একই প্রভাইডারে আইডি থাকতে হয়। নাহলে চ্যাট করা যায়না।

আরেকটা ঝামেলা হচ্ছে নকিয়া এস৪০ ফোনে এপ্লিকেশন মিনিমাইজ এর সুযোগ নেই। চ্যাট থেকে বের হলেই আবার চ্যাট ওপেন করতে কত ডাটা এবং টাইম লস। এই এপ্লিকেশনে সেসব কিছুই নেই। যে কোন মোবাইলে এটা মিনিমাইজ হয়ে থাকে। ওপেন হতেও ৩ সেঃ এর বেশি সময় নেয়না।

আপনি জাভা ফোনে ওপেরা মিনিতে ব্রাউজ করছেন। তখন এই এপ্লিকেশন চ্যাটে মেসেজ এসেছে। আপনি নরমালি টেক্সট মেসেজের মতই মেসেজ পাবেন। শর্তঃ ইন্টারনেট কানেকশন বাধ্যতামুলক থাকতে হবে। ডাটা খরচ নিয়ে চিন্তা করছেন?কোন ধরনের ফাইল শেয়ার না করলে আপনার সারাদিনের চ্যাটে এক মেগাবাইট ও খরচ হবেনা।

এবার বলে দিচ্ছি এটা কিভাবে কাজ করবে। যেকোন ইন্টারনেট সংবলিত হ্যান্ডসেটে এটা কাজ করবে। যদিও এই এপ্লিকেশনের সাইটে কিছু নির্দিষ্ট ফোনের কথা বলা আছে। তারপরও আপনাকে চেষ্টা করতে হবে একই ফ্লাটফার্মের ফোনে এনাবেল করতে। আমার ফোন নকিয়া এক্স২-00 তে এই এপ্লিকেশন নেট দ্বারা এক্টিভ আছে।

এখন আপনাকেও একই এপ্লিকেশন আপনার ফোনে এক্টিভ করতে হবে। এক্টিভ করার পর আমাদের দুজনের মোবাইল নাম্বার দুজেনের ফোনবুকে সেভ করতে হবে। সেই ফোন নাম্বার সেভ করতে হবে যেই নাম্বার দিয়ে আপনার ফোন থেকে এপ্লিকেশন টি ডিভাইসের সাথে ভেরিফাই করা হয়েছে। ঠিক এমন ভাবে একে অপরের নাম্বার সেভ করার পর এপ্লিকেশন টি ওপেন করে কন্টাক্ট লিস্ট থেকে Refresh Favorites এ ক্লিক দিলেই আপনি দেখতে পাবেন আপনার কোন কোন বন্ধু এই এপ্লিকেশন টি ব্যাবহার করছে। এটাতে ফ্রেন্ড বা এড রিকোয়েস্ট পাঠাতে হবেনা।

অটোমেটিক আপনার সামনে চলে আসবে সেইসব বন্ধুদের সাথে চ্যাট অপশন। এপ্লিকেশন টি ওপেন করলেই আপনার ফোনের সব সেভ করা কন্টাক্ট দেখা যাবে। এবং যতক্ষন মোবাইল চালু থাকবে ততক্ষন আপনাকে অনলাইনে শো করবে। তাহলে এতক্ষনে বুঝে গেছেন এই এপ্লিকেশনের আসল মজা। সিম্বায়ান বা উইন্ডোজ ফোন ব্যাবহারকারীরা আরেকটি মজা উপভোগ করবেন।

আপনার অবস্থান কোথায় তা সরাসরি শেয়ার করতে পারবেন এই এপ্লিকেশন এর মাধ্যমে। এই এপ্লিকেশনের অন্যতম সুবিধা হচ্ছে,ইন্সটেন্ট ফটো,ভিডিও,ভয়েস শেয়ার করা যাবে। আশা করছি,অতি শিঘ্রই যারা যারা এটা ব্যাবহার করবেন তারা অন্যান্য চ্যাট এপ্লিকেশন কে বিদায় জানাবেন। link http://adf.ly/6xoO2 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.