বেপোয়া মানুষ কারো কি মনে পড়ে মাগুরছড়া ও টেংরাটিলা গ্যাসফিল্ডে অগ্নিকান্ডের ঘটনা? নিশ্চয়ই কারো মনে নেই। একটু মনে করিয়ে দেই। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস ধ্বংস হয়েছিল যা দিয়ে সারা দেশের ৩ বছরের বিদ্যুতের চাহিদা মেটানো যেত। ক্ষয়ক্ষতির হিসেব করলে যুক্তরাষ্ট্র ও কানাডার সেই কোম্পানি দুটির কাছ থেকে আমাদের পাওনা ৪৫ হাজার কোটি টাকারও বেশি। অথচ এক পয়সাও তৎকালীন সরকার আদায় করেনি। জ্বালানি মন্ত্রীকে ঘুষ দেওয়ায় তিনি ছিলেন নিশ্চুপ। হাজার হাজার কোটি টাকার গ্যাস চোখের সামনে ধ্বংস হয় সেটা আজ অনেকেই ভুলে গেছেন। দেশ পর পর পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কোন সরকারের আমলে হয়েছিল একটু মনে করে দেখুনতো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।