আমাদের কথা খুঁজে নিন

   

এদের ধর্ম ব্যাবসায়ী কেন বলা হবে না? এদের কেন দেশ থেকে বের করা হবে না????

জীবনে যা দেখেছি, যা শিখেছি যা শিখছি তাই সবার সাথে শেয়ার করার অপপ্রচেষ্টা……সাথে বানানো কিছু গল্প। আজ ফেসবুকে ঘুরতে ঘুরতে হঠাত কিছু জিনিষ চোখে পরল। আর সাথে সাথে মেজাজ টাও বিগড়ায়ে গেল। ধর্ম ব্যাবসায়ী বলে যে এদেশে একটা গোষ্টী আছে তা স্পষ্ট হয়েগেল। দেখলাম তাদের কিছু কার্যকালাপ।

তাই সবাই কে জানাতে আসলাম। শিবির পন্থীদের স্বাগতম । দয়া করে পোষ্টে জানিয়ে দিয়েন আমার ধারনা ভুল। ভারতের দালাল সম্পর্কে বলতে গেলেত সয়ং প্রধান... সম্পর্কেও বলতে হয়। শেষে কাল আবার হাইকোর্টর কাজ বেরে যাবে।

আমাদের সন্মাতিত আইন ব্যাবসায়ী দের কষ্ট বেরে যাবে, আমার নামে নতুন রুল আবেদন করার জন্য। তাই.......। শিবিরের ছেলেরা নামাজ পড়তে বলে, হাদীস পড়তে বলে । আমি জানি এটা ভাল কাজ। আমি তাদের এই কাজ কে সমর্থন করি।

কিন্তু তার পরে তারা যা করে সেটাকে কিভাবে বাংলাদেশী হয়ে সমর্থন করা সম্ভব আমি ভেবে পাই না। তারা বিভিন্ন যুক্তি দেখাবে পাকিস্তান কে সমর্থন করা সম্পর্কে। সবচেয়ে বেশি যেটা বলবে সেটা হল"পাকিস্তান মুসলিম দেশ"। আমার কথা হচ্ছে মুসলিম দেশের উদাহরন যদি দিতে হয়,তাহলে সেটা সৌদিআরব, ইরান, ইরাক, সিরিয়া, ইন্দোনেশিয়া...... কেন নয়?? পাকিস্তান মুসলিম বিশ্বের আদর্শ নয়। পাকিস্তানে এমন কিছু নেই সেটার জন্য তারা আদর্শ হবে।

পাকিস্তানে কোন নবীর জন্য না, পাকিস্তানে মুসলমানদের ইবাদতের বিশেষ কোন স্থান নেই। পাকিস্তান বর্তমানে সবচেয়ে নিম্ন মানসিকতার মানুষের দেশে পরিনত হয়েছে। যারা শিবির করে তাদের বলি , আলহামদুলিল্লাহ বলেন যে আপনি এখন পাকিস্তান না বাংলাদেশ এ আছে। এত শান্তির যায়গা পাকিস্তান না। যে দেশে নাগরিকদের নিরাপত্তা নেই।

নাগরিক কি বলছি,যে দেশের সেনা সদস্য নিহত হয় প্রতিদিন অন্য দেশের সেনা বাহিনির হাতে । তারপরেও তাদের সাথে বসে চা খায়। তাদের কাছে নির্লজ্জের মত হাত পাতে। যে দেশের নেতারা যুদ্ধে গিয়ে ধর্ষন কে সম্মতি দেয়, নিরিহ শিশু,নারী, বৃদ্ধ-বৃদ্ধা, যারা যুদ্ধা করতে অক্ষম তাদের উপরে গুলি চালাতে আদেশ দেয়। সেই দেশ কখন ইসলামের আদর্শ রাষ্ট্রের উদাহর ন হতে পারে না।

আমি কোথাও শুনিনি,পড়িনি যে ইসলাম যুদ্ধ ক্ষেত্রে , যুদ্ধের সময় ধর্ষন কে সম্মতি দেয়, নিরিহ শিশু,নারী, বৃদ্ধ-বৃদ্ধা, যারা যুদ্ধা করতে অক্ষম তাদের উপরে গুলি চালাতে আদেশ দেয়। বরং ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। মুসলিম দেশের কথা বলতে হলে সেই দেশের কথা বলেন, যেখানে বিশ্বনবীর জন্য ভূমি, যেখানে কুরাআন নাযিল হয়েছে গোটা বিশ্বের জন্য। উদাহরন দিতে হলে সেই রাষ্ট্রের দেন যেখানে বিশ্ব নবী শুয়ে আছেন। কেন আপনারা মক্কার দালালি করেন না, কেন মদীনার দালালি করেন না।

পাকিস্তানে এমন কি দেখেছেন যার জন্য তার দালালি তে আপনারা জীবন দিতে তৈরি হয়েছেন। পাকিস্তান মুসলিম উম্মাহর জন্য কিছুই করে না। বরং বাংলাদেশ এ "বিশ্ব ইজতেমা" বিশ্বের মুসলমানদের মিলন মেলায় পরিনত হয়। বাংলার তুরাগ পাড় বিশ্বের মুসলমানদের ইবাদতের স্থানে পরিনত হয়েছে। আমি কোন হাদীস কোরানের চোখে দেখা, অথবা নাস্তিকদের কথা বলছি না।

আমি বলছি সাধারন চোখ দিয়ে দেখা কিছু সত্যের কথা। আপনারা কি অস্বীকার করতে পারবেন ধর্মের লেবাস পরে আপনারা আমাদের ধোকা দিতে চাইছেন না? পারবেন না। আপনাদের আর কি বলব। যারা বাংলাদেশে বাস করে কেন্দ্রীয় কার্যালয় বানায় পাকিস্তানের লাহরে... তাদের কিসের দেশ প্রেম ? আর কিসের ধর্মপ্রেম? আপনাদের প্রতীক এবং পতাকা একটু দেখে আসি কি বলেন? শিবিরের পতাকাটা দেখুন... পাকিস্থানের পতাকার সাথে কোন পার্থক্য আছে কি? এদের পতাকায় বলেদিচ্ছে এরা বাংলাদেশে থাকে আর পাকিস্থানের দালালী করে। শিবির একটা পেজ গিয়ে দেখি একটা ছেলে কমেন্ট করেছে।

নামটা বাংলাদেশি না বোঝায় যায়। তার পেজে গিয়ে পেলাম সিরাম একটা মিল । শিবির Islami Jamiat-e-Talaba Pakistan লোগো দুইটার মিল দেখেন......। । কোন পার্থক্য কি খুজে পেয়েছেন????? রঙ এর কি মিল রে ভাই।

পুরা জমজ ভাই। আমি আজ আর কিছু বলব না। এখন সময় নাই। বিএনপি এর সমর্থক দের বলি। শিবির হতে সাবধান......... ছাত্রলীগ কামড়াইলে ১৪টা ভাকসিন দিয়ে ভাল হতে পারবেন ...।

কিন্তু টেন্ডন হারাইলে প্লাটিনাম তার দিয়েও সেলাই দিতে পারবেন না......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.