আসুন সুন্দর একটি সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। নিজেকে, নিজের মা ও দেশকে ভালবাসি। আমরা ১৯৭১ সালের দেশদ্রোহীদের যদি রাজাকার বলি কারন তারা আমাদেরবিরোধীতা করেছিল তবে যারা আমাদের দেশের মাটিতে গ্যলারীতে বসে খেলা দেখে পাকিস্তানিদের সাপোর্ট করছে তাদের কি বলবেন? মাহমুদুল্লাহ যখন আউট হয় তখন গ্যালারির এক বাঙ্গালী(?? !!!) ললনা উঠে দাড়িয়ে উল্লাস করে। কারন উইকেটটি পেয়েছিল আফ্রিদি। এতটুকু অনুভুতি নেই যে আমার ভাইয়ের কষ্টে আমি আনন্দ করছি তাদের জন্য যারা আমাদের ভাই নয় বরং বলতে পারি সেই দেশ এখনো আমাদের পুরোপুরি বন্ধু নয়।
আরেকটি চিত্র, এক বাংলাদেশী তরুনের(?? !!!) পাকি পতাকা হাতে উল্লাস অপরদিকে আরেক তরুনের কাঁদে কাঁদো চোথে দুঃখ প্রকাশ। মোদ্দা কথা এমন ফটনা আজও আরো ক্যামরোর চোখে দেখছে সারা বিশ্ব এবং যারা আমাদের অনুভুতিতে বিশ্বাসী তারা ধিক্কার জানিয়েছে বিভিন্ন সাইটে। সারা বাংলাদেশে এমন অন্ধ পাকিস্তানি সাপোর্টার গুনে শেষ করা যাবেনা। তারা এমন মন্তব্যও করে যে পাকিস্তানকে হারাতে হলে নাকি বাংলাদেশকে আবার যন্ম নিতে হবে।
আমার প্রশ্ন এদের কে কি বলবেন? নিজামী, সাইদী যদি অপরাধী হয় তবে তত বড় না হলেও এরাও কি অপরাধী নয়? এদের কি আমরা রাজাকার বলতে পারিনা?আ জ সাইদীদের বিচার প্রক্রিয়া চলছে।
এদের অপরাধ সরকারের কাছে অপরাধই হয়ত মনে হবেনা কিন্তু আমরা সচেতন সমাজ কি তবে অন্তত ধিক্কার না জানিয়েই ছেড়ে দেব?
না না। অনেক হয়েছে আরনা। আসুন আওয়াজ তুলি এসব বাংলাদেশী নামধারী পাকিস্তানীদের।
কবি আব্দুল হাকিমের সুরে সুর মিলিয়েই বলি
যেসব বঙ্গেত জন্মে হানাদার নেয় বুক টানি সেসব কাহার জন্ম নির্নয় না জানি।
হায় বাঙ্গালী!!!! হায় আমার ভাই !!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।