আমাদের কথা খুঁজে নিন

   

আসুন এদের ভেড়া সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করি এবং এদের বিরুদ্ধে রুখে দাড়াই

............................................

হ্যাঁ এটা ঠিক যে জামাতিদের কর্মকান্ড কখনই সাপোর্ট করার মত না। তবে এটাও ঠিক যে কিছু লোক ধর্ম নিয়ে যা তা লেখে আবার সেই লোকগুলোর মুক্তিযুদ্ধের বিরাট সাপোর্টার হয়। জামাতিদের প্রধান দোষ তারা আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের অনুভূতিতে আঘাত হানে.....আর ধর্মটাও আমাদের মনের একটা দৃঢ় বিশ্বাস.....আল্লাহ্ আছেন এবং কোরআন তার বিধান। এই কোরআনকে রাসূলের লেখা কাব্য বলে রাসূলকে ভন্ড প্রতারক বলে কটাক্ষ করে কিছু লোক। এই কটাক্ষ করাটা আর জামাতিদের কর্মকান্ড এই দুইয়ের মধ্যে পার্থক্যটা আমাকে একটু বুঝিয়ে বলবেন কি? জামাতিরাও আমাদের ভুলপথে পরিচালিত করতে চায়...আর এদের উদ্দেশ্যেও একই ধরনের। এখন আমার প্রশ্ন হচ্ছে, জামাতিদের শুধুমাত্র ছাগু বলা হয় আর এদেরকে কেন তা বলা হয় না?.....এটিম কেন তখন গালি দিতে আসেনা? নাকি এটিমের সদস্যরা এই ধরনের ছাগু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে? আমি এদেরকে ভেড়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার দাবি জানাই। ছাগু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার দাবি জানাতে পারছি না কারণ এরা একসাথে থাকতে পারবে না। আর আমি এটিমের মত একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি এদের তাড়ানোর জন্য।....আগ্রহী সহযাত্রীগণ যোগাযোগ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.