আমাদের কথা খুঁজে নিন

   

এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো !

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ.... সময় ১৯৭১ মুহুর্মুহু গুলির শব্দে দেশ কাঁপছে । আকাশে গুলির ঝলকানি ! ভীতসন্ত্রস্ত পথিক নিজেও জানেনা কখন তার জীবন প্রদীপ নিভে যাবে। আহত হয়ে রাস্তায় লুটিয়ে আছে অচেনা মানুষ জন। প্রানপ্রিয় সন্তান তার বুকে আবার ফিরবে কিনা, মা জায়নামাজ বিছিয়ে দোয়া দরূদ পড়ছে আল্লাহর দরবারে। বাবা মোটা ফ্রেমের চশমা রুমাল দিয়ে বারবার মুছছেন।

বিচ্ছিন্ন আগুন শহর জুড়ে। গাড়ি পুড়ছে, বাড়ি পুড়ছে…. আর সেই সাথে স্বপ্নও পুড়ছে। মিলিটারির জীপের শব্দের সাথে খটখট করা বুটের শব্দে মৃত্যুপুরীর বিভীষিকা নিয়ে এসেছে জনমনে… কেউ জানেনা, এই যুদ্ধ শেষ হবে কবে, দুঃস্বপ্নের রাত ভোর হবে কবে? দরজায় কড়া নাড়ার শব্দ ! তাহলে কি খোকা ঘরে ফিরলো !! মা-বাবা যেনো সম্ভিত ফিরে পায় । ছোট বোনটা দৌড়ে খুলে দেয় ভাইয়ের দরজা । এরপর……… এরপর আর কি হলো, তা আর লেখা সম্ভব না।

কালো কালিও লাল বর্ন ধারণ করবে এরপরের ঘটনা বর্ণনা করি যদি ! পাতার পর পাতা ফুরিয়ে যাবে, তবুও এই দুঃস্মৃতি কিয়দাংশ বর্ননা করা সম্ভব হবে না । অবশেষে দেশ স্বাধীন হওয়ার পড় ভাই কি প্রানপ্রিয় বোনের ধর্ষিত লাশ খুঁজে পেয়েছিলো কিনা?, মা-বাবার চোখ বাঁধা লাশ খুঁজে পেয়েছিলো কিনা?, তা আমার জানা নেই !! তা হয় তো কারোরই জানা নেই ! আর লিখতে ইচ্ছা হচ্ছে না । ১৯৭১ সালে বর্বর পাকিস্তানী বাহিনীর হাতে এভাবেই এক এক পরিবার ইতিহাস হয়ে গেছে কালের গর্ভে। ধর্ম-বর্ন নির্বিশেষে সবাইকে মেরেছে এরা ! হিন্দুদের প্রতি এদের আক্রোশ ছিলো সবচেয়ে বেশি। আর এই ধ্বংসযজ্ঞে প্রত্যক্ষ সহায়তা করেছিলো ওই জামাতের কুলাঙ্গারগুলো।

সময় ২০১৩ ভুলোমনা জাতির একাংশ এখন মাথায় তুলে নিয়েছে এই ঘৃণ্য রাজাকারদের !! নামের আগে তারা লাগিয়েছে আল্লামা মাওলানা টাইপের বিশেষণ ! তাদের ইশারায় কয়েক হাজার ঘিলুবিহীন লোক হাজির হয় এক কাতারে ! শান্তির ধর্ম ইসলামের নামে চুনকালি লাগিয়ে এরা তিলেতিলে আদায় করে নিয়েছে সর্বোচ্চ খ্যাতি ! যে কিশোর ছেলেটা আজ হুজুর হুজুর বলে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, সে নিজেও জানেনা সে কী ভুল করছে? কাদের জন্য সে জীবন দিচ্ছে ?! কাদের কে মেরে সে ইসলাম বাঁচাতে চাইছে ?! এরা জানেনা ১৯৪৭ সালে দেশভাগের সময় এই জামাতিরা ইসলাম গেলো বলে ধুঁয়া তুলেছিলো, ১৯৭০ এ এরাই বলেছিলো “ভোট দিলে পাল্লায়, খুশি হবেন আল্লায়”, আর ১৯৭১ এ এরা সরাসরি নিজের জন্মভূমির বিপক্ষে অবস্থান নিয়েছিলো ধর্মের দোহাই দিয়ে ! কই ইসলামের তো বিন্দু মাত্র ক্ষতি হয়নি ! ১৪০০ বছরেরও অধিক সময় যাবত স্বমহিমায় টিকে আছে, ভবিষ্যতেও থাকবে। অথচ ৬৫ বছর যাবত জামাত-শিবির ফায়দা লোটার জন্য ধোঁয়া তুলছে ইসলাম গেলো, ইসলাম গেলো বলে ! কি বিচিত্র এদের নোংরামী আর ততধিক বিচিত্র আমাদের দেশের একগ্রুপ ঘিলুবিহীন লোকজন, যারা এখনও এদের সমর্থন দিয়ে যাচ্ছে নির্লজ্জভাবে। সাধারণ শান্তিপ্রিয় মানুষের সাথে ২য় দফায় আবার মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ওই কুলাঙ্গার জামাত-শিবিরের বিরুদ্ধে, যেখানে রাজাকার হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করছে বিএনপি নামের এক ধ্বজভঙ্গ দল, যে দলের নাকি জন্ম হয়েছিলো এক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারের মাধ্যমে ! শুধু এখন একটা কথাই মনে পড়ছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনিষী ব্যথাতুর হৃদয়ে একবার বলেছিলো “এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর !” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.