আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ... গতকাল উইন্ডোজ চেঞ্জ করার পর থেকে আমার পিসি'র নেটওয়ার্ক ডিভাইসের সমস্যা দেখা দিয়েছে। নেটওয়ার্কের যে আইকনটা নীচে দেখায় ওটা দেখাচ্ছে না। মনে করলো হয়তবা ডিজেবল করা আছে, কিন্তু কন্ট্রেল প্যানেলে যেয়ে দেখি নেটওয়ার্কিংয়ের মূল আইকন আছে কিন্তু ওর ভিতরে কিচ্ছু নাই, খালী। নেটওয়ার্ক ড্রাইভ সেটাপ দিলাম বাট কোন কাম হইলো না, উইন্ডোজ চেঞ্জ করলাম আবার, কোন কাম হইলো না, এক্সপি ছিল, সেভেন ইনস্টল করলাম, বাট প্রবলেম একই, আবার এক্সপি সেটাপ দিলাম বাট কোন সমাধান নাই, কি যে, করি বুঝতে পারতেছি না। আমি এডিএসল ব্যবহার সংযোগ ব্যবহার করি, এই সমস্যার কারণে খুবই ঝামেলার মধ্যে আছি। যদি কারো কোন সমাধান জানা থাকে তাহলে তা জানাতে কার্পণ্য করবেন না, কষ্ট করে আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।