আমাদের কথা খুঁজে নিন

   

নেটওয়ার্ক বিষয়ে সাহায্য চাই।

My hobby soft callection

আমার অফিসে চারটি পিসিতে নেটওয়ার্ক করা আছে চারটি পিসি-ই অয়ার্কগ্রুপ এর আন্ডারে। ১ম পিসিটি মুলতএকটি ছবি প্রিন্টিং (কালার ল্যাব)মেশিন এটি চলে উইন্ডোজ২০০০ প্রফেশনাল এ। এতে কোন এন্টিভাইরাস সেটআপ দেয়া নাই।অপর পিসি গুলো চলে এক্সপিতে kaspersky Internet security2011 সেটআপ দেয়া আছে এবং একাট করে ড্রাইভ শেয়ার করা আছে যে ড্রাইভ গুলোতে ফোল্ডার এর মধ্যে jpeg ফরমেটে ছবি দেয়া থাকে। প্রিন্টিং মোশন থেকে ঐ শেয়ার করা ড্রাইভের ফোল্ডার গুলো সিলেক্ট করে প্রিন্ট কমান্ড দেয়া হয়। আমার সমস্যা হচ্ছে টোটাল নেটওয়ার্ক স্লো। আমি কিভাবে নেটওয়ার্ক এর স্পিড বাড়াব কেউ পরামর্শ দিল বাধিত হব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।