আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতির নেটওয়ার্ক ...



সাধারণত জিপি এর সিম ব্যবহার করি, যতদিন ধরে মোবাইল ব্যবহার করছি। ঈদানীং কিছু বন্ধুদের বাংলালিংক সিম ব্যবহার করার কারনে কিনে ফেলে রাখা বাংলালিংক দেশ সংযোগটা আবার কিছুক্ষণের জন্য চালু করছিলাম সুবিধাজনক কল রেটের কারনে। কিন্তু কোথাকার কি! এত্ত বাজে নেটওয়ার্ক, কল করলে কথা আটকে যায়। আবার কোনবার তো এক নাম্বার এ কল করলে অন্য আরেক নাম্বারে কল চলে যায়! গতকাল রাত ১০ টার দিকে বিরক্তির চরম সীমায় চলে যায় অবস্থা। কল দিলে কল টাইমার চালু হয়ে যায় ঠিকি, কিন্তু কোনও সারা শব্দ নাই ওপাশ থেকে। শেষ পর্যন্ত আমি এসবের কারনটা বুঝতে পারলাম! আসলে বাংলালিংক তো অনুভূতির নেটওয়ার্ক, আমি কল দিচ্ছি, আর ওপাশ থেকে আমার বন্ধুবর বুঝতে পারছেন যে আমি একটানা কল দিয়ে যাবার চেষ্টা করেই যাচ্ছি। এটাই তো কাছে থাকার অনুভূতি! কথা বলার তো দরকার নাই কোনও! আমার এই উপলব্ধিটা আসার পরে আমি কল করার ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে অনুভব করলাম আমাদের কাছে থাকার প্রয়োজনীয়তা!!! যাইহোকনা কেন, দূরত্ব হলেও, কাছেই থাকব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।