আমাদের কথা খুঁজে নিন

   

নেটওয়ার্ক আর্কিটেকচার (Cont'd)



নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্কের প্রধান অংশ গুলোর মধ্যে একটি হল নেটওয়ার্ক টপোলজি তথা নেটওয়ার্কের ফিজিক্যাল বা লজিক্যাল লে-আউটের ছক আকারের বিবরণ। এখন পর্যন্ত ডেভেলপ্কৃত নেটওয়ার্ক টপোলজি গুলোর মধ্যে বেশীর ভাগ ক্ষেত্রেই ফিজিক্যাল লে-আউটের উপর আলাদা রকমের প্রাধান্য দেওয়া হয়েছে। প্রধান সারির নেটওয়ার্ক টপোলজি গুলো হল ষ্টার, রিং, বাস ও মিশ্র বা মিক্সড। Star: এই টপোলজিতে নেটওয়ার্ক কম্পোনেন্ট গুলো একটি কেন্দ্রীয় একসেস পয়েন্টে সংযুক্ত থাকে। Bus: নেটওয়ার্ক কম্পোনেন্ট গুলো একটি প্রধান সংযোগকারী তার বা ডেটা পাথের সাথে যুক্ত থাকে যাকে বলা হয় "বাস" বা "ব্যাকবোন"।

Ring: এতে নেটওয়ার্ক কম্পোনেন্ট গুলোর, একটি কম্পোনেন্ট সরাসরি দুটি কম্পোনেন্টের সাথে এবং নিজেদের মধ্যে একটি আবদ্ধ চক্রে সংযুক্ত থাকে। Mixed: ব্যপক ভাবে বিস্তৃত রিং টপলোজি ব্যবহার করে এরূপ আমরা একটি অফিস কমপ্লেক্সের কথা ভাবতে পারি যেখানে এই টপোলজির মাধ্যমে অফিসটির প্রতিটি বিল্ডিং মূল নেটওয়ার্কের সাথে যুক্ত। প্রতিটি বিল্ডিংয়ে একটি করে বড় আকারের বাস টপোলজি থাকতে পারে যা ঐ বিল্ডিং গুলোর প্রতিটি ফ্লোরে অবস্থিত ষ্টার টপোলজিকে সংযুক্ত করে, আবার এই বাস টপোলজি গুলো মূল কমপ্লেক্সের রিং টপোলজির সাথে যুক্ত। এই ধরনের টপোলজিকে বলা হয় মিক্সড বা মিশ্র টপোলজি। দিন দিন প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে টপলোজির এই সংজ্ঞাগুলো প্রায়শই অকেজো মনে হয়।

যখন ৫ টি কম্পিউটার একই কো-এ্যাক্সিয়াল ক্যাবল দিয়ে একটি নেটওয়ার্ক গঠন করে তখন তাকে খুব সহজেই বাস টপলোজি হিসাবে শ্রেণীকরণ করা যায়। এখন আবার সেই একই কম্পিউটার গুলো যদি একটি সুইচ বা হাব এর সাহায্যে ক্যাট-৫ ক্যাবল দ্বারা যুক্ত থাকে? হাব এর মাধ্যমে প্রতিটি কম্পিউটার কেন্দ্রীয় নোডের সাথে সংযুক্ত থাকে যা অনেকটা ষ্টার টপলোজির মত, কিন্তু হাব একটি শেয়ারকৃত মাধ্যম, অনেকটা বাস টপলোজির মত। একটি সুইচে প্রতিটি কম্পিউটার এক একটি সতন্ত্র সংযোগের মাধ্যমে সংযুক্ত থাকে, যা অনেকটা ষ্টার টপোলজির মত মনে হয়, কিন্তু সুইচে সবকটি কম্পিউটার একে অপরের সাথে সুইচের মূল সংযোগ সূত্রকে শেয়ার করে, অনেকটা বাস টপোলজির মত। এই ধরনের ভুল ধারনা দূর করার জন্য অনেকে নেটওয়ার্ক টপোলজির সংজ্ঞা এইভাবে প্রদান করেন যাতে শুধুমাত্র নেটওয়ার্কের ফিজিক্যাল লে-আউট বুঝা যায় আর ডিভাইসগুলো পরষ্পরের সাথে কিভাবে সংযুক্ত তার একটি পরিষ্কার ধারনা পাওয়া যায়। এখন আমরা যদি আমাদের উদাহরণে এই চিন্তাধারা প্রয়োগ করি তাহলে হাব বা সুইচ যা ব্যবহার করিনা কেন ৫ কম্পিউটার বিশিষ্ট এই নেটওয়ার্কটি একটি ষ্টার টপোলজিতে পরিনত হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।