আমাদের কথা খুঁজে নিন

   

লোকটা জানলই না

আপনার আগমন শুভ হোক। সুভাষ মুখপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা: বাঁ-দিকের বুকপকেটটা সামলাতে সামলাতে হায়-হায় লোকটার ইহকাল পরকাল গেল। অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য-প্রদীপ-তার হৃদয়। লোকটা জানলই না। তার কড়িগাছে কড়ি হল লক্ষ্মী এলেন রণ-পায়ে। দেয়াল দিল পাহারা ছোটলোক হাওয়া যেন ঢুকতে না পারে। তারপর একদিন গোগ্রাসেগিলতে গিলতে দু'আঙুলর ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন লোকটা জানলই না। (সুভাষ মুখপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।