অ আ ক খ আমি ক্লাস এইট থেকে বদর উদ্দিনের কলাম পড়ি । কিন্তু এইটাই আমার পড়া একমাত্র কলাম যা নিরপেক্ষ হয় নি, একক ভাবে বিএনপির পক্ষে চলে গেছে
"শেখ হাসিনার বর্তমান কাণ্ডকারখানা দেখে মনে হয়, বাংলাদেশে বেশি দিন থাকার চিন্তা তার নেই। খালেদা জিয়াকে তিনি দেশ ত্যাগের পরামর্শ দিলেও নিজে মনে হয় দেশত্যাগের পরিকল্পনা নিজের পরিবারবর্গকে নিয়ে করছেন। তার ঘনিষ্ঠ পরিবারের ‘দেশপ্রেমিকরা’ কেউ বাংলাদেশে থাকে না। তারা সবাই ইংল্যান্ড, আমেরিকা, কানাডার স্থায়ী বাসিন্দা— এ দেশে এসে বসবাসের সামান্য ইচ্ছা তাদের আছে—এটা ভাবার কারণ নেই, যদিও হাসিনা ক্ষমতায় থাকার সময় নানা ধরনের ফায়দা ওঠানোর জন্য তারা বাংলাদেশে প্রায়ই যাতায়াত করে।
এভাবে নিজের পরিবারের লোকদের দেশের বাইরে রেখে, তাদের নিজেদের অবস্থা ঠিকঠাক করার ব্যাপারে সাহায্য করে শেখ হাসিনা যা করছেন তার সঙ্গে দেশপ্রেমের বা বাংলাদেশের জনগণের প্রতি ভালোবাসার কোনো সম্পর্ক নেই। তিনি নিজেও যা করছেন তাতে আগামী নির্বাচন নিরপেক্ষ হলে তার ও তার দলের এমন ভরাডুবি হওয়ার সম্ভাবনা যাতে আওয়ামী লীগের অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে। এটা হলে তা হবে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার অন্তিম অবদান। কাজেই আগামী নির্বাচনের পর শেখ হাসিনা বিদেশে পাড়ি দেয়ার সব ব্যবস্থা গোছগাছ করে দেশত্যাগ করলে তাতে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। জীবনের বাকি অংশ তিনি আমেরিকায় গিয়ে পরমানন্দেই সপরিবারে অতিবাহিত করতে পারবেন।
দেশের জনগণের ওপর এখন তিনি যেভাবে চরম ফ্যাসিস্ট নির্যাতন চালিয়ে যাচ্ছেন তাতে এই সম্ভাবনাকে অলীক কল্পনা মনে করার কারণ নেই। " http://sonarbangladesh.com/article.php?ID=8358 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।