আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাস যন্ত্রনা



প্রতিদিন ভোরে যখন ঘুম থেকে উঠে ক্লাসে যেতে হয় তখন প্রথম চিন্তা একটাই আসে ,”ইস ঘরে বসে যদি ক্লাসগুলো করা যেত,”তাইলেই তো ভোরে ওঠার এই ক্যওক্যচাল আর থাকতোনা। খুব একটা যে অসম্ভব জিনিস যে তাও না। লেকচারগুলো ইউনিভারসিটির ওয়েবসাইটে পাওয়া গেলেই তো ল্যাটা চুকে যায়। এতে করে যেই স্যার/ম্যাডামের কথা যার কাছে বোধগম্য হয় সে তার পছন্দমত শিক্ষকের লেকচার নিজস্ব একটি তৈরি করা রুটিনে তার পড়াশোনা চালিয়ে যাবে। হুম , এরকম এখন বাংলাদেশেও অনেক যায়গায়ই হচ্ছে।

প্রাইভেটে পরীক্ষা দিয়েই ,ক্লাস না করে এই ল্যাটা চুকানো যায়। তবু সেটা তো অনেকটা ‘অন্যান্যর” খাতে চলে যায়। যদি এটাই হয়ে যেত প্রধান পদ্ধতি, তাওলে কেমন হতো সেটা ভাবতে চাই। কারণ, অনেক শিক্ষাপ্রতিষ্টানেই ক্লাসে উপস্থিতির জন্য একটা আলাদা ন্মবর দেওয়া হয়। সেই লোভে পড়ি কি মরি করে প্রতিদিন ক্লাসে যায় অনেকে।

ঝিমিয়ে, ঘুমিয়ে জেভাবেই হোক যে নাম্বারটি শুহুমাত্র ক্লাসের চেয়ার টেবিলে বসেই পাওয়া যায় সেটা আকর্ষন করে না এমন মাত্র হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী পাওয়া যাবে। এদের অর্ধেক অংশ আসলেই পড়াশোনার প্রতি আগ্রহী ,আর বাকি অর্ধেক এর পড়াশোনা, পরীক্ষা , নাম্বার নিয়ে ঘাটাঘাটির কোনো ইচ্ছা বা সময় কোনোটাই নেই। বিপদে পড়ি আমি ও আমার ্সমগোত্রের কিছু পাবলিক। নাম্বারের মায়ায় বিষাদ থেকে বিষাদময়য় ক্লাসও গিলে ফেলি । হ্যা, গিলে ফেলাই বললাম ,খুব কম ক্লাস ই আছে যা তে প্রথম থেকে শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখা যায়।

অদ্ভুত কারণে স্যার/ম্যাডামদের কথা কিছুই বুঝিনা, একি জিনিস কয়েকজন মিলে গুতিয়ে, ঠিক বের করে ফেলি। প্রতিদিন জোর জবরদস্তি করে করা এই ক্লাসগুলো বিভীষিকার মতো মনে হয়। তাই মাঝে মাঝে নিজের মরজি অনুসারে ক্লাস করার ইচ্ছা আকুপাকু করতে থাকে। ইদানিং আমার মাথা দিয়ে খালি এসব চিন্তাভাবনা অবাধে ঘোরাফেরা করছে। অনেকবার ভেবেছি এসব হয়ত নিতান্ত আমার ছেলেমানষী চিন্তা ভাবনা,তবু ঠেলে সরাতে পারছিনা।

কল্পনা করার চেষ্টা করছি আসলেই এমন হলে কি হতো। সিদ্ধান্তে এখনো পৌছাতে পারছিনা জিনিস্টা কতটুকু ভালো হত। ফেসবুক , অনলাইন চ্যাটিং এর যন্ত্রনায় পুরোনো বন্ধুদের সাথেও আড্ডা দেওয়া হয়না অনেকদিন। ক্লাস ত্যাগ করে ঝলমলে এই সময়টুকু কেও হারাতে চায়না মন। যত ঝড় ,যত যন্ত্রনাই যাক না কেন সবার উপর দিয়েই যায় ।

ঝামেলা গুলো সবআই একসাথে দেখি,বিভিন্ন ভাবে সমাধান করি । এসবের মাঝে যে বিচিত্র ঘটনা গুলো ঘটে সে গুলো না থাকলেও তো চলে না...। ক্লাস যন্ত্রনাও মাঝে মাঝে মধুর হয় যে..............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.