আমাদের কথা খুঁজে নিন

   

এ স্টাডি এবাউট ফেসবুক পেইজ .....-১

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ আজকাল অনেকেই বলেন -বাঙ্গালীর লাফালাফি ফেসবুক পর্যন্ত আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত । ব্যাপার টা অনেকের কাছে অবাস্তব মনে নাও হতে পারে কারণ গুরু কিংবা অনেক গরুও আজকাল এসব নিয়ে গবেষনা শুরু করে দিয়েছে , আসলে গরু কি চিন্তা করে এই টা শুনার টাইম নাই , কোথায় ইসলামের নতুন জিনিস পাওয়া গেল /কিংবা কোন বিকৃত ছবি / কোন গাছ সেজদা করলো /কোথায় একটা অশ্লীল জোক্স দেয়া হল / কোথায় একটা আস্তিক/ নাস্তিক পাওয়া গেল মার তারে... কোপা এইগুলা নিয়া গবেষনা করে সময় ও এম বি খরচ করেই টাইম পাই না ডুওড । সেই সময় গুলো আজ ইতিহাস – ফেসবুক গ্রুপ এর নোটিফিকেশনে অনেকেই গ্রুপ চ্যাট কিংবা গ্রুপ থেকে নোটিফিকেশন গুলো বন্ধ করে রাখলেও ফ্যান পেইজ গুলোর অত্যাচার থেকে বাচতে হলে আনলাইক ছাড়া আর কোন উপায় ও নাই । তারপর ও প্রিয় বন্ধুর একগাদা পেইন পেইজের লাইকে আর শেয়ারে হোমপেইজ ভর্তি হবার পর অনেকে এখন হোম পেইজ এ ও যেতেও ভয় পান …….. অথচ একসময় ছিল যেখানে শুধু মাত্রই আড্ডা কিংবা সময় কাটানোর মাধ্যম ছিল পেইজ গুলো । কিছু বিখ্যাত বাংলাভাষার পেইজের কথা বলতে গেলে ব্লগার জিকো ভাই এর দারুন জনপ্রিয় ও হিউমার পূর্ণ স্ট্যাটাস দিয়ে ভর্তি “চৌধুরী সাহেব টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না ”আফসোস এটার ৩ টা ভার্সন ও ব্যান খেয়েছিল , কিন্তু দারুন জনপ্রিয় ছিল বিশেষ করে জিকো ভাই এর পেইজ চালানোর দক্ষতা আর কারো কাছে না হোক আমার কাছে লাগে দারুন থেকে ও অন্য কিছু , জাস্ট কারেন্ট হিউমারে ভর্তি।

আরো কিছু পেইজ ছিল যেগুলোর কথা বলতে গেলে “খোদা দড়ি ফালাও ....”ইংরেজীতে এইডা কিছু হইলো এছাড়া আরো কিছু আছে যা হয়তো আমার দেখা হয়নি …………সে সময় কার স্ট্যাটাস গুলো মিস করা হলেও ক্যাম্পাসে যাবার সময় বাসে করে সময় কাটানোর জন্য পড়া যেত , যেমন টা তখন কার ব্লগ ছিল । নোংরামি , ভন্ডামি এবং অশ্লীলতা মজার ব্যাপার মনে পড়লো ,আমার পিচ্চি ছাত্রের সাথে পড়ানোর সময় পড়ার বাইরে অন্য প্রসঙ্গেই বেশি কথা হয় ,যেমন সাধারণ জ্ঞান , তার আগ্রহ ও অনেক বেশি তাই তার সাথে এসব ব্যাপারে আলোচনা করে মজা পাওয়া যায় , সেদিন সে গম্ভীর গলায় বলল স্যার বলেন তো অমুখ টা কি – বিবর্তন কি এটুক পিচ্চির এই প্রশ্ন শুনে অবাক হলাম যাক সে দেখি বাইরের পড়াও পড়া শুরু করেছে , কিন্ত তাকে পুরোটা খুলে বলার পর সে বলল এটা নাকি ভুল এবং এটার নাকি অন্য যুক্তিও আছে । এরপর গড়গড় করে কোন পেইজে নাকি কোন দেশের রাস্ট্রপতি কার কাছে নাকাল হল সেটা নিয়ে একটা দীঘ লেকচার শোনানোর প্রস্তুতি দেবার আগেই থামালাম । বললাম এটা তোমার বিবেচনা করার কিংবা যুক্তি বোঝার বয়স হয়নি তোমার ভাইয়া। যতদূর মনে পড়ে ওই ঘটনা টা সম্পূর্ণ ভুল ,কিন্তু এটাই অনেক বার নাকি প্রকাশিত !!!! আমার জনৈক ছাত্রীর কাছে মজার কথা মনে পড়াই মানে এক একটা অশ্লীল জোক্স ,যার জন্য গতদিন তার ফেসবুক একাউন্ট টি অকার্যকর করার অনুরোধ জানিয়ে এসেছি তার পরিবারের অভিভাবক দের অবাক করার মত ব্যাপার হল আগে মানুষের থাকতো কয়েকটা ফেইক আইডি আর এখন আছে কয়েকটা ফ্যান পেইজ ………..যেখানে মানুষের মাঝে ছড়িয়ে দেয়া হয় ভুল , অসত্য ও অশ্লীলতায় ভরা কিছু তথ্য ।

লাইকের ব্ল্যাকমেইলিং – এটার শুরু এ কয়দিন ধরে , পাবলিকের কমনসেন্স কে নিয়ে জুয়া খেলা যাকে বলা যায় যেমন একটা ছবি আপলোড করে বলে দিল কে ভালো কোহলী নাকি সাকিব । সাকিব হলে লাইক আর কোহলির ব্যাপারে কমেন্ট । নেই কোন নতুনত্ব সবাই শুধু লাইকের সোনার হরিণের পিছনেই ব্যস্ত। কিংবা বলা হল এই পেইজে ছেলে কয়জন মেয়ে কয়জন মেয়ে হলে কমেন্ট আর ছেলে হলে লাইক । মেয়ে রা কমেন্ট করে পড়ে যান বিপদে কারণ একটা কমেন্ট মানেই লাইকেইর ১/২ অংশের এড ,অতপর এসেপ্ট না করা হলে ইনবক্সে এ ইনিয়ে বিনিয়ে কথা এবং না শুনলে গালাগালি ………..অবশ্য এক হাতেও তালি বাজে না …………তবে অন্য হাতের ব্যাপারে আমি জানি না …………………..যারা জানেন তারাই ভালো বলতে পারেন সুসংঘবদ্ধ চক্র কিংবা একাধিক নিক !! – ব্যক্তিগত অভিজ্ঞতা- ব্যাপার টা অতি দুঃখজনক হলেও সত্য , কিছুদিন আগে বাংলাদেশ ফাকিস্তানের খেলার সময় একজন আমার করা একটি পোষ্টের সুত্র ধরে আমাকে একটি স্ক্রীনশট সরবরাহ করেন যেটায় তিনি স্বঘোষিত ফাকি ভাই বলে নিজেকে দাবি করেন , সেই ছবি আপ্লোড করার পর যার নিক তিনি তার সংঘবব্দ ৪-৫ টি নিক দিয়ে ওই আপ্লোড করা ছবিতে অকথ্য ভাষায় গালি গালাজ সহ ফ্ল্যাডিং করেন যার ফলে ছবিটি সরাতে বাধ্য হই ।

আমার জানা ছিল না তিনি “যৌন শিক্ষা ”পেইজের এডমিন ………..!! এভাবে কেউ সাহায্য চাইবার জন্য পোষ্ট দিতে চাইলে তার কাছ থেকে টাকার ভাগ চাওয়া , পেইজে কে কোন দলের মতাদর্শে , কিংবা ব্যক্তি আক্রমন বিভিন্ন ইস্যুতে ব্যাবহার করা হচ্ছে …………..যার ভবিষ্যত পরিনাম কি হবে সেটা এখন ও বোঝা যাচ্ছে না , তবে ভালো যে নয় সেটা সুনিশ্চিত ………….. তবে শুধু মুদ্রার এপিঠ দেখলেই হয় না ওপিঠ ও আছে সেটা আসছে আগামীদিন ………….. সাথেই থাকুন মতামত দিন ……. (চলবে )  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.