সব ক'টা জানালা খুলে দাওনা...
একটা সফটওয়্যার ফার্মে নতুন কোনো প্রজেক্ট আসলে তাতে জড়িত সবাই কে কিভাবে চিন্তা করে আসুন দেখি...ধরুন ক্লায়েন্ট একটি শিশু চাচ্ছেন...
প্রজেক্ট ম্যানেজারঃ এই ভদ্রলোক মনে করেন নয়জন মহিলা এক মাসে একটি শিশুর জন্ম দিতে পারে।
ডেভেলপারঃ এই ক্যাটেগরির চাকুরে মনে করে বাচ্চা পেতে কমপক্ষে ১৮ মাস সময় প্রয়োজন।
অনসাইট কো-অর্ডিনেটরঃ ইনি মনে করেন একজন মহিলা ১ মাসেই নয়টি বাচ্চার জন্ম দিতে পারবে।
ক্লায়েন্টঃ এই ভদ্রলোক জানেন না উনি কেন একটি শিশু চাচ্ছেন।
মার্কেটিং ম্যানেজারঃ এই লোক মনে করেন যে কোনো পুরুষ ও মহিলার সাহায্য ছাড়াই তিনি একটি বাচ্চা ডেলিভারী দিতে পারবেন।
টেস্টারঃ ইনি মনে করেন এই বাচ্চাটা ঠিক মত হয়নি...আদৌ যে হবে সেটাও তিনি আশা করেন না।
এইচ আর ম্যানেজারঃ ইনি মনে করছেন যে একটা গাধাও একটা মানুষের বাচ্চার জন্ম দিতে পারবে যদি ৯ মাস সময় দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।