আবীর শাকরান মাহমুদ
ভাইঙ্গা পড়তেছে যে খবর (ব্রেকিং নিউজ): “পুত্র সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষ্যে নিজ হাতে মোরগ-পোলাও রান্না করছেন আমাদের প্রধানমন্ত্রী!”
সূত্রঃ
Click This Link
প্রতিক্রিয়াঃ
* সরকারি দলীয় নেতাঃ বাহ!! এই তো দেশের মা! সবাইকে আজ মোরগ-পোলাও বিলাবেন নিজ হাতে রান্না করে। দেশের অর্থনীতি আজ এমনই চাঙ্গা যে, সবার ঘরে ঘরে আজ মোরগ-পোলাওয়ের সুবাস। জয় বঙ্গবন্ধু।
* বিরোধী দলীয় নেতাঃ দেশের সব টাকা তো দুর্নীতি করে উনি আর উনার পোলার পকেটে। ওই টাকা দিয়ে মোরগ-পোলাও কেন, উট-পোলাও কিনে রান্না করলেও কি! উনি তো রাঁধবেনই।
আর এই দুর্মূল্যের বাজারে সাধারণ মানুষ কিনে খাক বা না খাক, কাদের কি আসে যায়!!
*বাম দলীয় পাতি নেতাঃ দেশের উন্নতি হচ্ছে বোঝা যাচ্ছে। কিন্তু তাই বলে, উনি এভাবে পোলাও-কোর্মা রাঁধবেন আর আওয়ামী লিগকে খাওয়াবেন, আর দেশের অধিকাংশ মানুষ আর আমরা ১১ দল না খেয়ে থাকব, এটা কোনমতেই মানা যায় না।
*জামাত-শিবিরের মুখপাত্রঃ উনি নিজে রেঁধে ছেলেকে খাওয়াবেন, আর ৯০ বছরের প্রবীণ দেশপ্রেমিকরা না খেয়ে থাকবে-তা হবে না। তা হবে না। গোলাম আজমকেও খাওয়াতে হবে ।
এই দাবিতে কাল হরতাল!
*এমরান হ সরকারঃ খাসি নয়। ফাঁসি চাই। কাদের মোল্লা, গোলাম আযমদের ফাঁসির খবর নাই। পোলাও-খাসি খাওয়ানো চলবে না। চল চল।
শাহবাগে চল।
*হিফাযতের মাওলানা শাহ আহমদ শফীঃ তউবা! তউবা! রমযান মাসে এসব অন্দর মহলের তেঁতুল-পোলাও-কোর্মার ছবি দেখিয়ে দেশের পুরুষ মানুষদের বিপথে নেবার চেষ্টা করা হচ্ছে। হারাম!! হারাম!!
*স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরঃ ম্যাডাম, হাড়ি ধরে বেশি নাড়াচাড়া কইরেন না। বিল্ডিং ধসে পরতে পারে।
*মির্জা ফখরুল ইসলাম আলমগীরঃ এটা চূড়ান্ত ষড়যন্ত্র।
এসব পোলাও-মুরগীর লোভ দেখিয়ে তত্তাবধায়ক সরকারের দাবি থেকে সরানোর অপচেষ্টা চলবে না।
*সজীব ওয়াজেদ জয়ঃ দেখছেন, ডিজিটাল সরকারের আমলে তথ্য প্রযুক্তির কী ব্যাপক উন্নতি? আজ প্রধানমন্ত্রীর স্পেশাল মোরগ-পোলাওয়ের রেসিপি ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে। সাধে কি আর বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ হয়েছি? এই ডিজিটাল সরকার আবার আসবে। ঘরে ঘরে পোলাও-কোর্মা রাঁধা হবে। আমার কাছে খবর আছে।
*কেকা ফেরদৌসিঃ ম্যাডাম, আপনি তো সৌদি আরব গিয়ে রাঁধতেছেন না। আপনার রান্না মজা হবে না।
*মুন্নি সাহাঃ এত কিছু রাঁধছেন? বাহ! আপনার অনুভূতি কি?
হায়রে! আসুন, অতঃপর আমরা সবাই বদনা হয়ে যাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।