আমাদের কথা খুঁজে নিন

   

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে !!!

তিতুমীর কলেজের ৩৬ ছাত্রকে গ্রেফতার, ক্যাম্পাসে পুলিশের তাণ্ডব ও শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা বুধবার মহাখালী থেকে গুলশান যাওয়ার পথ অবরোধ করে বিক্ষোভ করছেন। সকাল ১০টা থেকে ছাত্ররা ওই সড়কে জড়ো হতে থাকে। এক পর্যায়ে রাস্তায় শুয়ে এবং গাড়ির ট্রায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে, ঘটনাস্থলে পুলিশ এসে দীর্ঘক্ষণ নীরব ভূমিকা পালন করলেও দুপুর একটার পর থেকে ছাত্রদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।

ছাত্রদের বিক্ষোভের কারণে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। দুপুর ১টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তিতুমীর কলেজের ৩৬ শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায়। এরপর ক্যাম্পাসে অভিযান চালিয়ে শিক্ষক-ছাত্রসহ অনেককেই লাঞ্ছিত করে।

এতে ৪০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা এ ঘটনায় গুলশান থানার ওসি ও এসি’র পদত্যাগ দাবি করেছেন। উল্লেখ্য, মহাখালীতে ‘রুচিতা’ বারে রাত পৌনে ১১টার দিকে ওই ভাঙচুর করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২৬ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.