আমাদের কথা খুঁজে নিন

   

তিতুমীর কলেজের কুশিক্ষা



আমি জানিনা শুধু ফকিরাই তিতুমীর কলেজে পড়ে নাকি, নাহলে কেন তাদের ফ্রি (টাকা ছাড়া) বাসে উঠতে হবে। প্রতিদিন ওয়ারলেস থেকে আসার সময় দেখি এই টামশা। ফ্রি (টাকা ছাড়া) বাসে উঠতে না দেয়ায় ৪দিন হলো একুশে এবং বেংগল এর ৫-৬টা গাড়ি ভাঙলো, ফলাফল কি হল এসব বাস বন্ধ । এখন ওই বাচ্চা ছোট লোকগুলার জন্য আমরা হাজার হাজার মানুস কষ্ট করছি।আরো তো ২টা University আছে ঐখানে ওরা তো এমন করেনা, শুধু তিতুমীর এর জন্য ৫টাকা, কিন্তু অন্য ২টা University এর জন্য ১০টাকা। তাহলে কাদের বাস ভাঙা উচিত? ঠিক করলাম আমার Office a জীবনে কোনো পাবলিক কলেজের থেকে কেউকে নিবনা। বছর শেষে কর দেই কি, এদের বাস ভেঙে পাবলিক এবং ব্যাবসায়িদের ক্ষতি করার জন্য? এভাবে বাস ভেঙে কি দেশের কি দেশে শিক্ষার হার আমরা বাড়াচ্ছি নাকি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি? আমার কর দেয়া টাকা আগুন এ পুরতে দেখে আমি শান্তি পাই না, মনে হয় দেশ কখনো দাড়াবেনা, এদের পড়া লেখা বন্ধ করে করে অন্য খাতে ব্যয় করলে আমি মনে করি আমার আপনার সবার জন্য ভাল হবে। এরা পাবলিক কলেজের সম্পর্কে আমাদের ভিতর কি ধারনা জন্ম দিচ্ছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.